image

‘ত্রাণ চাই না বাঁধ চাই’, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে

বুধবার, ১৬ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’- এমন দাবি সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন আওয়ামী লীগ সংসদ সদস্য (এমপি) এসএম শাহজাদা। বুধবার (১৬ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখার সময় নিজের গলায় ঝোলানো প্ল্যাকার্ডটি দেখান।

উপকূলীয় আসন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে নির্বাচিত সরকারি দলের এই সদস্য জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

নিজের গলায় ঝোলানো প্ল্যাকার্ডটি দেখিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি। এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। গত ১ জুন ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ বাসিন্দাদের তোপের মুখে পড়েন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।

সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের ট্রলার লক্ষ্য করে কাদা ও মাটির দলা ছুড়তে শুরু করে। কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে যাওয়ায় শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে তা মেরামত করছিলেন।

আকস্মিক পরিস্থিতিতে সংসদ সদস্য ট্রলার নিয়ে পিছু হটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি ফিরে এসে দশহালিয়াবাসীর সঙ্গে বাঁধ মেরামত কাজে যোগ দেন।

‘জাতীয়’ : আরও খবর

» খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

» ‘মব সন্ত্রাসে’ হত্যা ২০২৫ সালে আগের বছরের চেয়ে বেড়েছে

সম্প্রতি