image

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের মৃত্যু

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার (১৭ জুন) বাদ ফজর স্ট্রোক করে ঢাকার তেজকুনিপাড়ার বাসায় তিনি মারা যান বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।

আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিব বলেন, মরহুম আলতাফ হোসেন চৌধুরী একজন সৎ, যোগ্য, দক্ষ এবং চৌকস কর্মকর্তা হিসেবে চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সম্প্রতি