image

১৯ দিনের ছুটিতে দেশ

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও করোনা বিধিনিষেধ মিলিয়ে ১৯ দিনের ছুটিতে পড়ছে দেশ। তবে ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সীমিত আকারে খোলা থাকছে ব্যাংকগুলো।

আগামীকাল বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলা ১৪ দিনের বিধিনিষেধের মধ্যে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। আবার ৬ ও ৭ আগস্টও সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির মধ্যে পড়েছে। এ নিয়ে মোট ১৯ দিনের টানা ছুটিতে দেশ।

আগামী ৫ আগস্ট ঘোষিত বিধিনিষেধ শেষ হলে শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা থাকে। কিন্তু করোনা সংক্রমণের কারণে মূলত ঢাকা ত্যাগ করা মানুষদের আসার সুযোগ রেখে ৮ আগস্ট থেকেই শুরু হবে বেসরকারি অফিসের কার্যক্রম।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি