image

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররমে

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

বুধবার সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারের কোরবানির ঈদের প্রধান জামাত হয়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান তাতে ইমামতি করেন।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

করোনা মহামারীর কারনে গত বছর দুটি ঈদ এবং এ বছর রোজার ঈদ পালিত হয়েছে অত্যন্ত সাধারণভাবে। এবার কোরবানির ঈদ হচ্ছে এমন এক সময়ে যখন সংক্রমণের সবচেয়ে খারাপ সময় পার করছে পুরো বাংলাদেশ। একারনে এবার ঈদের জামাতে মানুষের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।

নামাজের আগে সব মসজিদে মাইকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়।

ঢাকায় সকালে নানা বয়সী মানুষ ঈদ জামাতে অংশ নিতে হাজির হন বায়তুল মোকাররমে। সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে ঢুকতে হয় মসজিদে।

বায়তুল মোকাররমে প্রথম জামাতে যোগ দিতে সকাল সাড়ে ৬টা থেকেই বায়তুল মোকাররমে আসতে শুরু করে মানুষ। মসজিদের বাইরে ছিল নামাজে আসা মানুষের দীর্ঘ লাইন।ঈদ জামায়াতে অনেকে সন্তানকে সঙ্গে নিয়ে আসেন।

সবাই স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন কি না দেখতে মসজিদের প্রবেশ পথে পুলিশ পাহারায় ছিল।

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ঈদের নামাজ পড়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

নামাজ শেষে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সবাই কোরবানির বর্জ্য পরিচ্ছন্ন কর্মীর হাতে দেবেন। অনেক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত। সুতরাং ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে।”

বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাতের পর আরও চারটি জামাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।ইতিমধ্যে ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» গ্যাসের ‘চাপ’ স্বাভাবিক হতে আরও সময় লাগবে: তিতাস

» ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: সংখ্যালঘুদের ওপর সহিংসতায় দায়ীদের বিচার করতে সরকার ব্যর্থ

» “জুলাই শহীদের পরিবারকে ‘বিক্রি করে’ সমন্বয়করা আজ কোটি টাকার মালিক”

» ব্যাংকখাতে লুটপাটের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না: গভর্নর

» জাতীয় উদ্যানে বনভোজন করলে জেল, সংরক্ষিত বনে ভিডিও করলেও সাজা

» ‘রাজনৈতিক চাপের আশঙ্কা থাকলে নির্বাচন সামলানো কঠিন’: আইজিপি

সম্প্রতি