সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির এমএসআর ও পূর্ত কাজের ওপর অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
কমিটি সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে আজ এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র. আ. এ. উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং মো. জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ৫১তম সভার কার্যবিবরণী নিশ্চিত করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
সভায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট (বর্তমানে স্বাস্থ্য অডিট) অধিদপ্তর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাস্তবায়িত স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির ২০১৫-২০১৬ অর্থ বছরের অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে এমএসআর ও পূর্ত কাজের ক্রম ব্যবস্থা সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ অর্থ বছরে অন্তর্ভুক্ত বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত প্রস্তুতিমূলক কর্মকান্ড সম্পন্ন পূর্বক সিএজি কার্যালয়ের প্রমানক সন্তোষজনক হিসেবে গ্রহণ সাপেক্ষে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
অডিট আপত্তির অনুচ্ছেদ ১০ এ বর্ণিত ‘মেডিকেল কলেজের জন্য ক্রয়কৃত ১৪ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল হাসপাতালে বিতরণ করা এবং উক্ত মালামাল স্থাপন ও কার্যকর করা ব্যতিত সরবরাহকারীকে চুড়ান্ত পরিশোধ’ সংক্রান্ত বিষয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির তিনজন সদস্য সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবেন বলে কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেপুটি মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ১১ অক্টোবর ২০২১
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির এমএসআর ও পূর্ত কাজের ওপর অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।
কমিটি সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে আজ এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র. আ. এ. উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং মো. জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ৫১তম সভার কার্যবিবরণী নিশ্চিত করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
সভায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট (বর্তমানে স্বাস্থ্য অডিট) অধিদপ্তর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাস্তবায়িত স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির ২০১৫-২০১৬ অর্থ বছরের অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে এমএসআর ও পূর্ত কাজের ক্রম ব্যবস্থা সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ অর্থ বছরে অন্তর্ভুক্ত বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত প্রস্তুতিমূলক কর্মকান্ড সম্পন্ন পূর্বক সিএজি কার্যালয়ের প্রমানক সন্তোষজনক হিসেবে গ্রহণ সাপেক্ষে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
অডিট আপত্তির অনুচ্ছেদ ১০ এ বর্ণিত ‘মেডিকেল কলেজের জন্য ক্রয়কৃত ১৪ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল হাসপাতালে বিতরণ করা এবং উক্ত মালামাল স্থাপন ও কার্যকর করা ব্যতিত সরবরাহকারীকে চুড়ান্ত পরিশোধ’ সংক্রান্ত বিষয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির তিনজন সদস্য সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবেন বলে কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেপুটি মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।