শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুমিল্লা, নরসিংদী মুন্সিগঞ্জ, সাভারসহ ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে জানান, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি টহল শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে ঢাকা শহরেও এ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সারা দেশে প্রায় ৫ শতাধিক পূজামণ্ডপে পুলিশ, র্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করে। বিজিবি এসব বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না