image

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে অনেকে করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে।

‘নিয়ম অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়ার বিধান আছে।’

মন্ত্রী জানান, তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, তিন দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের জায়গায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে আতাউল্লাহ মণ্ডলকে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানানো হয়।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি