image

করোনা: শনাক্ত কমলেও মৃত্যু বেড়ে ৬

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

করোনায় নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় কম। এদিকে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন তিনজন।

এদিন অন্য দিনের চেয়ে কয়েক ঘণ্টা পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি নিয়ে দিনের বুলেটিনটি আসে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ২০৩ জন। অর্থাৎ, জানা হিসেবে এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ পাঁচ হাজার ৭৪৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৫৬ হাজার ৭২৭টি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৩, রাজশাহী, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি