image

তিন জেলার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

বরিশাল, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলার বিটিসিএলের সব টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মীর মোহাম্মদ মোরশেদ বলেছেন, উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে এগারো ডিজিটের নতুন নম্বর প্রতিস্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

বিটিসিএল থেকে জানা গেছে, গোপালগঞ্জ একচেঞ্জ, শিবচর টেলিফোন একচেঞ্জ , পটুয়াখালী, গলাচিপা, পাথরঘাটা, বরিশাল, পিরোজপুর, উজিরপুর, বানাড়িপাড়া, গৌরনদী, আগৈলঝড়া, ভান্ডারিয়া, স্বরুপকাঠি, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ এলাকার মিলে প্রায় এক হাজার ৭শ ৮৬টি টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে।

গ্রাহকদের পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আর বিটিসিএলের কল সেন্টারে ১৬,৪০২ নম্বরে ফোন করে তথ্য জানার সুযোগ আছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি