বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশুদের মেরুদন্ডের বাঁকা হাড় সোজা করণ ইউনিট চালু করা হয়েছে। গতকাল সোমবার ১০ বছরের শিশু ফুয়াদ হাসানের বাঁকা পিঠ সোজা করার জন্য মেরুদন্ডের হাড়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে। মেডিকেল বিশ্ব¦বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহিঃবিভাগ ভবন নম্বর-২ এর ৪০৭ নম্বর কক্ষে প্রতি রোববার বাঁকা পিঠের সমস্যা নিয়ে ভোগা শিশুদের অভিভাবকগণ যোগাযোগ করলে তাদের শিশু সন্তানের জন্য এ সেবা নিতে পারবেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বল্পমূল্যে অস্ত্রোপচারসহ এ চিকিৎসাসেবা দেয়া হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারী বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ সব তথ্য জানিয়েছেন।