alt

ইসি গঠন আইন, এক বৈঠকেই প্রতিবেদন চূড়ান্ত

ফয়েজ আহমেদ তুষার : সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

ইসি গঠনে প্রস্তাবিত আইনে দুটি পরিবর্তনের সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করে কমিটি।

রোববার এ সংক্রান্ত (প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২) বিলটি জাতীয় সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।

কমিটির সুপারিশে প্রতিবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং অযোগ্যাতার শর্তে দুটি পরিবর্তন আনা হয়েছে। বৈঠকের বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে সোমবার রাতে কথা হয় সংবাদের।

প্রথম দিনের বৈঠকেই প্রতিবেদন চূড়ান্ত করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। আমরা যোগ্যতা ও অযোগত্যার জায়গায় কিছু পরিবর্তন এনেছি।’

বৈঠকে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা কিছু সংযোজন প্রস্তাব দিয়েছিলেন, যা গ্রহণ করা হয়নি। গণমাধ্যমে এমন খবর এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শহীদুজ্জামান সরকার বলেন, ‘এমন তথ্য সঠিক নয়। তিনি (রুমিন) আলোচনায় অংশ নিয়েছেন। দীর্ঘক্ষণ আমরা তার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছি। তিনি লিখিত আকারে কোন সংযোজন প্রস্তাব দেননি। রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেছেন তিনি। তিনি (রুমিন) বলেছেন, এই আইন ক্ষমতাসীনদের পক্ষে যাচ্ছে। কোন দফায় কি সংযোজন, বিয়োজন করা উচিত, সুনির্দিষ্ট এমন কোন প্রস্তাব তিনি দেননি।’

যে দুটি পরিবর্তনের সুপারিশ

সংসদে উত্থাপিত বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা সংক্রান্ত ৫(গ) ধারায় বলা আছে, সিইসি ও কমিশনার হতে গেলে কোন গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদে তার অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ধারায় সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি ‘স্বায়ত্তশাসিত ও অন্য পেশা’ যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এর ফলে সুনির্দিষ্ট কিছু পেশজীবীর বাইরেও অনেকেরই কমিশনার হওয়ার সুযোগ থাকবে বলে জানান শহীদুজ্জামান সরকার।

আর অযোগ্যতার ক্ষেত্রে ৬(ঘ) ধারায় বলা আছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদন্ডে দন্ডিত হলে সিইসি ও কমিশনার হওয়া যাবে না। এখানে ‘দুই বছর’ শব্দ দুটি উঠিয়ে দেয়ার সুপারিশ করেছে কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, নৈতিকস্খলন ফৌজদারি অপরাধে ‘যে কোন মেয়াদের’ সাজা হলেই সিইসি বা কমিশনার হওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

বিলে আগের সার্চ কমিটি ও নির্বাচন কমিশনকে ‘বৈধতা’ দেয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে। এ বিষয়ে সংবাদের প্রশ্নের জবাবে নওগাঁ থেকে চতুর্থ মেয়াদে সংসদে আসা আইন প্রণেতা এবং পেশায় আইনজীবী শহীদুজ্জামান বলেন, ‘ইনডেমনিটি বলছে অনেকে। ইনডেমনিটি নয়। আগের দুটো কমিশনের কার্যক্রমকে হেফাজত দেয়ার বিষয় এখানে আসেনি। কোন দায়মুক্তি নয়। সার্চ কমিটি রাষ্ট্রপতি ঐকমত্যের ভিত্তিতে করেছিলেন। বিলের ৯ দফায় শুধু সার্চ কমিটির বৈধতা দেয়া হয়েছে। আর আইনটা কিন্তু নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। সার্চ কমিটির আইন নয়।’

আগামী বুধবার সংসদের মুলতবি বৈঠক শুরুর দিন প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানান কমিটির সভাপতি।

সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, আইনটির খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে কোন আলাপ-আলোচনা করা হয়নি, এ বিষয়টি তিনি বৈঠকে উল্লেখ করেছিলেন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের জন্য যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, তার সঙ্গে এই খসড়ার কোন পার্থক্য নেই। যে কারণে অনেকে এটাকে অনুসন্ধান কমিটি গঠনের আইন বলছেন, এমন তথ্যও তিনি বৈঠকে উপস্থাপন করেছেন।

তার প্রস্তাব ছিল- সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করল, সেটা প্রকাশ করতে হবে, তার ওপর আলোচনা হবে, তারা আসলেই যোগ্য কি-না। যেহেতু এ বিষয়ে আইনে কিছু বলা হয়নি। তিনি এসব সংযোজন করতে বলেছিলেন। আইনের ৯ ধারায় ইনডেমনিটি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘এটা আইনের বেসিক কনসেপ্টের পরিপন্থী। রেস্ট্রোসপেকটিভ ইফেক্ট দেয়া আইনের চোখে কখনো ভালো হিসেবে দেখা হয় না। এটা পরিবর্তন করতে হবে।’ তবে তার এসব প্রস্তাব আমলে নেয়া হয়নি।

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে সোমবারের বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, শামসুল হক, আবদুল মজিদ খান, শামিম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝরনা সরকার, রুমিন ফারহানা ও সেলিম আলতাফ অংশ নেন। অধিবেশনের ভেতরে-বাইরে রাজনীতিক এবং অংশীজনদের আপত্তির মুখে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইনের খসড়া রোববার জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সে সময় অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিলটি সম্পর্কে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব পেশায় আইনজীবী এবং সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংবাদকে বলেন, ‘প্রস্তাবিত আইনে চিফ এক্সিকিউটিভের (প্রধানমন্ত্রীর) কর্তৃত্ব থেকেই যায়। যা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের অন্তরায়।’

জাতীয় পার্টি সংসদে এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব দেবে বলে জানান তিনি। ‘আইনটি অসম্পূর্ণ’ এমন মন্তব্য করে সংসদে সংশোধনী প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ছবি

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি

বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে জনবল নিয়োগ চুক্তি সই

ছবি

‘জুলাই শহীদদের’ পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ আনা হচ্ছে: আসিফ মাহমুদ

ছবি

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

ছবি

আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আর্মি অর্ডন্যান্স কোর: সেনাপ্রধান

ছবি

শেখ হাসিনার মামলার রায় সোমবার

ছবি

একদিনে পুলিশের ৩৬ কর্মকর্তার ব্যাপক রদবদল

ছবি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ জন

ছবি

সৈয়দপুরে রেলওয়ে কারখানায় কাটছে না কাঁচামালের সংকট

ছবি

আওয়ামী লীগ ফেইসবুক ভিত্তিক দলে পরিণত হয়েছে: ফেইসবুক পোস্টে প্রেস সচিব

ছবি

পুলিশ নামছে নতুন পোশাকে

ছবি

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান উপদেষ্টার

ছবি

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ কাল

নির্বাচন ঘিরে দেশজুড়ে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে

ছবি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২ জন

ছবি

৫ আগস্টের পেছনে যুক্তরাষ্ট্র ‘বিশ্বাস করেন না’ শেখ হাসিনা

ছবি

বিকল্প শক্তির উত্থানে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো

ছবি

‘কাদিয়ানি’দের অমুসলিম ঘোষণার দাবিতে বছরব্যাপী কর্মসূচি খতমে নবুওয়তের

ছবি

ডেঙ্গু : রামেকে দুইজনের মৃত্যু পুঠিয়ায় সংক্রমণের শঙ্কা

ছবি

পটুয়াখালী ও বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ছবি

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

ছবি

আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, বৃটিশ মন্ত্রীকে ড. ইউনূস

ছবি

বিবিসিকে হাসিনার সাক্ষাৎকার: মানবতাবিরোধী অপরাধের দায় অস্বীকার

ছবি

নিরাপত্তাসহ দুই দাবি, না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের

ছবি

জাতীয় নির্বাচনের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি

ইসির সংলাপ: আগামী রোববার ডাক পেয়েছে আরও ১২ দল

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

ছবি

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ঘোষণা সোমবার

আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পেলেন উপদেষ্টার মর্যাদা

ছবি

নির্বাচন ও গণভোট একই দিনে: ইউনূস

ইসির সংলাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভোটের পরিবেশ নিশ্চিত করার তাগিদ

ইসির সংলাপ: জামানত কমানো, ব্যয় মনিটরিং ও প্রশাসন নিয়ন্ত্রণের সুপারিশ দলগুলোর

ছবি

‘নতুন কুঁড়ির’ মূল উদ্দেশ্য নিজেকে আবিষ্কার করা: প্রধান উপদেষ্টা

ছবি

আলী রীয়াজ প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদে নিযুক্ত

tab

ইসি গঠন আইন, এক বৈঠকেই প্রতিবেদন চূড়ান্ত

ফয়েজ আহমেদ তুষার

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

ইসি গঠনে প্রস্তাবিত আইনে দুটি পরিবর্তনের সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করে কমিটি।

রোববার এ সংক্রান্ত (প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২) বিলটি জাতীয় সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।

কমিটির সুপারিশে প্রতিবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং অযোগ্যাতার শর্তে দুটি পরিবর্তন আনা হয়েছে। বৈঠকের বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে সোমবার রাতে কথা হয় সংবাদের।

প্রথম দিনের বৈঠকেই প্রতিবেদন চূড়ান্ত করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। আমরা যোগ্যতা ও অযোগত্যার জায়গায় কিছু পরিবর্তন এনেছি।’

বৈঠকে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা কিছু সংযোজন প্রস্তাব দিয়েছিলেন, যা গ্রহণ করা হয়নি। গণমাধ্যমে এমন খবর এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শহীদুজ্জামান সরকার বলেন, ‘এমন তথ্য সঠিক নয়। তিনি (রুমিন) আলোচনায় অংশ নিয়েছেন। দীর্ঘক্ষণ আমরা তার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছি। তিনি লিখিত আকারে কোন সংযোজন প্রস্তাব দেননি। রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেছেন তিনি। তিনি (রুমিন) বলেছেন, এই আইন ক্ষমতাসীনদের পক্ষে যাচ্ছে। কোন দফায় কি সংযোজন, বিয়োজন করা উচিত, সুনির্দিষ্ট এমন কোন প্রস্তাব তিনি দেননি।’

যে দুটি পরিবর্তনের সুপারিশ

সংসদে উত্থাপিত বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা সংক্রান্ত ৫(গ) ধারায় বলা আছে, সিইসি ও কমিশনার হতে গেলে কোন গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদে তার অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ধারায় সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি ‘স্বায়ত্তশাসিত ও অন্য পেশা’ যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এর ফলে সুনির্দিষ্ট কিছু পেশজীবীর বাইরেও অনেকেরই কমিশনার হওয়ার সুযোগ থাকবে বলে জানান শহীদুজ্জামান সরকার।

আর অযোগ্যতার ক্ষেত্রে ৬(ঘ) ধারায় বলা আছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদন্ডে দন্ডিত হলে সিইসি ও কমিশনার হওয়া যাবে না। এখানে ‘দুই বছর’ শব্দ দুটি উঠিয়ে দেয়ার সুপারিশ করেছে কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, নৈতিকস্খলন ফৌজদারি অপরাধে ‘যে কোন মেয়াদের’ সাজা হলেই সিইসি বা কমিশনার হওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

বিলে আগের সার্চ কমিটি ও নির্বাচন কমিশনকে ‘বৈধতা’ দেয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে। এ বিষয়ে সংবাদের প্রশ্নের জবাবে নওগাঁ থেকে চতুর্থ মেয়াদে সংসদে আসা আইন প্রণেতা এবং পেশায় আইনজীবী শহীদুজ্জামান বলেন, ‘ইনডেমনিটি বলছে অনেকে। ইনডেমনিটি নয়। আগের দুটো কমিশনের কার্যক্রমকে হেফাজত দেয়ার বিষয় এখানে আসেনি। কোন দায়মুক্তি নয়। সার্চ কমিটি রাষ্ট্রপতি ঐকমত্যের ভিত্তিতে করেছিলেন। বিলের ৯ দফায় শুধু সার্চ কমিটির বৈধতা দেয়া হয়েছে। আর আইনটা কিন্তু নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। সার্চ কমিটির আইন নয়।’

আগামী বুধবার সংসদের মুলতবি বৈঠক শুরুর দিন প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানান কমিটির সভাপতি।

সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, আইনটির খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে কোন আলাপ-আলোচনা করা হয়নি, এ বিষয়টি তিনি বৈঠকে উল্লেখ করেছিলেন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের জন্য যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, তার সঙ্গে এই খসড়ার কোন পার্থক্য নেই। যে কারণে অনেকে এটাকে অনুসন্ধান কমিটি গঠনের আইন বলছেন, এমন তথ্যও তিনি বৈঠকে উপস্থাপন করেছেন।

তার প্রস্তাব ছিল- সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করল, সেটা প্রকাশ করতে হবে, তার ওপর আলোচনা হবে, তারা আসলেই যোগ্য কি-না। যেহেতু এ বিষয়ে আইনে কিছু বলা হয়নি। তিনি এসব সংযোজন করতে বলেছিলেন। আইনের ৯ ধারায় ইনডেমনিটি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘এটা আইনের বেসিক কনসেপ্টের পরিপন্থী। রেস্ট্রোসপেকটিভ ইফেক্ট দেয়া আইনের চোখে কখনো ভালো হিসেবে দেখা হয় না। এটা পরিবর্তন করতে হবে।’ তবে তার এসব প্রস্তাব আমলে নেয়া হয়নি।

শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে সোমবারের বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, শামসুল হক, আবদুল মজিদ খান, শামিম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝরনা সরকার, রুমিন ফারহানা ও সেলিম আলতাফ অংশ নেন। অধিবেশনের ভেতরে-বাইরে রাজনীতিক এবং অংশীজনদের আপত্তির মুখে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইনের খসড়া রোববার জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সে সময় অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিলটি সম্পর্কে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব পেশায় আইনজীবী এবং সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংবাদকে বলেন, ‘প্রস্তাবিত আইনে চিফ এক্সিকিউটিভের (প্রধানমন্ত্রীর) কর্তৃত্ব থেকেই যায়। যা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের অন্তরায়।’

জাতীয় পার্টি সংসদে এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব দেবে বলে জানান তিনি। ‘আইনটি অসম্পূর্ণ’ এমন মন্তব্য করে সংসদে সংশোধনী প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

back to top