image
ছবি: সংগৃহীত

করোনা: শনাক্ত ২৯, ঢাকায় ২৬

নিজস্ব বার্তা পরিবেশক:

গত একদিনে সারা দেশে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের ২৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত একদিনে করোনায় কারও মৃত্যুর খবর আসেনি। এর আগের দিন শনিবার একজনের মৃত্যু হয়েছিল করোনাভাইরাসে। তার আগে টানা ৩০ দিন করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ।

এদিকে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন। মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১২৮ জন রয়েছে।

রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন।

গত একদিনে ৩ হাজার ৮২৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

‘জাতীয়’ : আরও খবর

» উপদেষ্টা পরিষদে জুয়া প্রতিরোধসহ ৮ অধ্যাদেশ অনুমোদন

» বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

» এবার ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি: ভোটে ছুটি থাকছে টানা চার দিন

সম্প্রতি