image
ছবি: সংগৃহীত

করোনা: শনাক্ত কমে ৩০, ঢাকায় ১৯

বুধবার, ২৫ মে ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

দেশে গত একদিনে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া নেত্রকোণায় তিনজন, গাজীপুর ও কক্সবাজারের দুইজন করে মোট চারজন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার একজন করে রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে করোনায় টানা ২ দিন মৃত্যুশূন্য বাংলাদেশ।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩০ জন রয়েছে।

বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন।

গত একদিনে ৪ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ চার হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫২ কোটি ৯১ লাখ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি