পদ্মা সেতু উদ্বোধন : আরও ১৪ সেতুর টোল মওকুফ

শুক্রবার, ২৪ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আরো ১৪টি সেতু ও ১টি ফেরির টোল মওকুফ করা হয়েছে। উদ্বোধনের দিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ এলাকার এসব সেতু ও ফেরির টোল দিতে হবেনা । যানজটমুক্ত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনের দিন (শুধু ২৫ জুন) খুলনা জোনের আওতাধীন খানজাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের আওতাধীন দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের আওতাধীন মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে গত সোমবার ঢাকা–মাওয়া মহাসড়কের বুড়িগঙ্গা (পোস্তগোলা), ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধনের দিন যানবাহনের চলাচল যানজটবিহীন ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি