image

পদ্মা সেতু উদ্বোধন

২৫ জুন ১৮টি সেতু-ফেরির টোল মওকুফ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন শনিবার (২৫ জুন)। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমন্ত্রণপত্র বিলি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের কর্মকর্তারা।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন করে আরও ১৪টি সেতু এবং একটি ফেরির টোল মওকুফ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এর আগে ৩ সেতুর টোল মওকুফ করেছিল কর্তৃপক্ষ। শুধুমাত্র ২৫ জুনের জন্য এ টোল মওকুফ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন শুধুমাত্র ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের আওতাধীন দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের আওতাধীন মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে ফেরি ও সেতুসমূহ থেকে টোল আদায় মওকুফ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের দিন সেতুর ২ পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিয়ে টোলমুক্ত মোট সেতুর সংখ্যা দাঁড়ালো ১৭টি এবং ফেরির সংখ্যা একটি।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি