image

‘সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত’

সোমবার, ২৭ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে আবারো করোনা সংক্রামণ বাড়ছে। এর প্রভাব পড়েছে আদালত অঙ্গণেও।

এরমেধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার আদালতের কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই তথ্য জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমানে আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে মনে হয় আবার ভার্চ্যুয়াল আদালত পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদের সহযোগিতা করতে হবে।’

এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা থাকবে।’

এদিকে আগের দিন থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় দুই জন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৬। আগেরদিন এই হার ছিল ১৫ দশমিক শূন্য ৭।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জনের।

‘জাতীয়’ : আরও খবর

» অপারেশন ডেভিল হান্ট ফেজ-২:রাজধানীর ৫ থানায় গ্রেপ্তার ৯৮

» এনইআইআর: অসংখ্য ক্লোন ও নকল মোবাইল ফোন শনাক্ত

সম্প্রতি