ইসির সংলাপ
ইসির সংলাপ
নির্বাচন কমিশনকে (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই পরামর্শ দেয় দলটি।
সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনার আয়োজন করেছে।
‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্যযোগ্য হারে ইভিএম ব্যবহার বাড়াতে হবে। রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার।’
তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ।
‘এছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি বৃদ্ধি করতে হবে।’
সংলাপে বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবি জানানোর কথা জানান ওবায়দুল কাদের।
এদিন সংলাপে আওয়ামীলীগসহ ১৩ রাজনৈতিক দলকে আমন্ত্রণপত্র জানায় ইসি।
এরআগে গত ১৯ ও ২১ জুন ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম যাচাই বিষয়ক সভা করেছে সংস্থাটি।
তবে বিএনপিসহ আটটি দল ইসির ডাকে সাড়া দেয়নি।