image

আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ অনলাইন রিপোর্ট

আষাঢ়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা কম। তবে আবহাওয়া অধিদফতর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলছে, কাল-পরশু আবারো কয়েক বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ।

এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি মাঝে থেমে গিয়েছিল। তবে তা আবার শুরু হবে। দেশের সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।’

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু জায়গাতেও এ সময় বৃষ্টি হবে। আর আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় মোংলায় ১৩১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

‘জাতীয়’ : আরও খবর

» আইসিজেতে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের বিচার শুরু

সম্প্রতি