image

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: জড়িতদের শাস্তি দাবি মানবাধিকার কমিশনের

মঙ্গলবার, ২৮ জুন ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

নড়াইলে স্কুল শিক্ষককে জনসম্মুখে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়।

জাতীয় মানবাধিকার কমিশন জানায়, ‘ধর্ম অবমাননার অভিযোগ এনে একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অনাকাঙ্খিত। এ ঘটনা একজন ব্যক্তির মানবিক মর্যাদাকে ক্ষুন্ন করেছে। এর ওপর পুলিশের উপস্থিতিতে কীভাবে এ ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বোধগম্য নয়।’

মানবাধিকার কমিশন নির্দেশনায় ঘটনার বিষয়ে তদন্ত করে মানবাধিকার কমিশনে একটি প্রতিবেদন পাঠাতে খুলনার বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকেও পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে তদন্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকেও একটি প্রতিবেদন পাঠাতে বলেছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি