প্রথম চারদিন

পদ্মা সেতু: ৯২ হাজার যান পারাপারে টোল আদায় সাড়ে ৮ কোটি টাকা

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

পদ্মা সেতুতে প্রথম চারদিনে বিরানব্বই হাজারের বেশি যানবাহন পারাপার করেছে, এই সময়ে টোল আদায় হয়েছে সাড়ে আট কোটি টাকা; এ হিসেবে গড়ে প্রতিদিন দুই কোটি টাকার বেশি টোল আদায় হচ্ছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সুত্র বলছে, প্রথম চারদিনে ৯২ হাজার ২৫৮ টি যানবাহন পারাপার করেছে।

এরমধ্যে প্রথমদিন ৬১ হাজার, দ্বিতীয়দিন ১৫ হাজার ৪২৯, তৃতীয়দিন ১৪ হাজার ৪৯৩ এবং চতুর্থদিন ১৪ হাজার যানবাহন পারাপার করে।

সুত্র আরও জানায়, প্রথম চারদিনে ৮ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ৭২০ টাকা টোল আদায় হয়েছে।

এরমধ্যে প্রথমদিন ২ কোটি ৭৫ লাখ টাকা, দ্বিতীয়দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা, তৃতীয়দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা এবং চতুর্থদিন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

https://sangbad.net.bd/images/2022/June/30Jun22/news/287846967_5405126746221357_3323567590795524138_n.jpg

গত শনিবার (২৫ জুন) বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাংশের সংযোগ ঘটে।

এরপর গত রোববার সবার জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হলে এক নজর দেখার জন্য ভিড় জমান পদ্মার দুই পাড়ে।

https://sangbad.net.bd/images/2022/June/30Jun22/news/1656215746_shariatpur-20220626074031.jpg

সেতুতে প্রথমদিনই হাজার হাজার মানুষের ঢল নামে। টোল প্লাজার কাউন্টারগুলোকে রীতিমতো হিমশিম খেতে হয়।

https://sangbad.net.bd/images/2022/June/30Jun22/news/image-182840-1656236546.jpg

সেতু পারাপারে প্রথমদিন বেশ কিছু অনভিপ্রেত ঘটনায় দ্বিতীয়দিনে কঠোর অবস্থানে যায় স্থানীয় প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ। সেদিন থেকে মোটরসাইকেল বন্ধ রয়েছে।

মোটরসাইকেল বন্ধ থাকলেও দূর-দূরান্ত থেকে এসে নিয়ম মেনে প্রতিদিনই সেতু দেখতে আসছেন।

বিশ্লেষকরা মনে করছেন, প্রতিদিন যে পরিমান গাড়ি পারাপার করছেন এবং তাতে যে পরিমাণ টোল আদায় হচ্ছে এটি অভ্যাহত থাকলে খুব শিগগিরই সেতুর নির্মাণের টাকা উঠে যাবে।

তবে তারা এও মনে করছেন, উৎসাহের কারণে এখন যে পরিমাণ গাড়ি পারাপার করছে এবং তাতে টোল যে পরিমাণ টোল আদায় হচ্ছে তা ক্রমান্বয়ে কমে আসবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি