image
ছবি: সংগৃহীত

করোনা: শনাক্ত তিনশোর নিচে, মৃত্যু ২

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় মাস পর আবার তিনশর নিচে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ২৭৮ জনের শনাক্ত হয়েছে। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১৫ জুন, সেদিন ২৩২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

এ সময়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। তাদের একজন নারী, অন্যজন পুরুষ; বয়স ছিল ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৫ দশমিক ১৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৮ কোটি ৭ লাখের বেশি।

‘জাতীয়’ : আরও খবর

» শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সম্প্রতি