ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোটারি ইন্টারন্যাশনালের প্রসিডেন্ট জেনিফার জোন্স। এ সময় মেয়র বলেন, সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি।
বুধবার (১০ আগস্ট) রাতে উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে যুব সমাজের মধ্যে কর্মদক্ষতা ও সচেতনতা বাড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রোটারি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটি বিশ্বব্যাপী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আশা করি তাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি