দুই বাসের রেষারেষি: প্রাণ হারান যুবলীগ নেতা ফারুক

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

দুই বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতায় যুবলীগ নেতা ফারুকের প্রাণ গেছে বলে জানিয়েছে র‌্যাব। ঘাতক বাসের চালককে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গত সোমবার মধ্যরাতে ফারুককে চাপা দেয়ার অভিযোগে কুমিল্লা থেকে বিলাস পরিবহনের চালক রাজিব চন্দ্র সরকারকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব-১০-এর একটি দল।

আজ মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০-এর সিপিসি-১ (সম্রাট কমিউনিটি সেন্টার) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ফারুক মাতুয়াইল হাশেম রোড মোড়ে মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়ালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস ও অজ্ঞাতনামা অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চালানোর সময় বিলাস পরিবহনের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে পথচারী ফারুককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথেই মারা যান ফারুক।

নিহত ফারুক (৩৬) লক্ষ্মীপুরের রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে এবং স্থানীয় যুবলীগ নেতা। তিনি সপরিবারে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইসলাম নগর এলাকায় বসবাস করতেন। তিনি ইসলাম নগর এলাকায় ব্যবসা করতেন বলে জানা যায়।

অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বলেন, বিলাস পরিবহনের বাসের চাপায় ফারুকের কোমর থেকে পা পর্যন্ত, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে। মঙ্গলবার ভোর রাতে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এলাকায় একটি অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ অধিনায়ক।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি