প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে যান । রানির শেষকৃত্যে যোগদান শেষে গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যান।
নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সোমবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা