নিজস্ব বার্তা প্রতিনিধি :

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

জাপানি রাষ্ট্রদূতকে কেউ হয়তো পুশ করেছে

image

জাপানি রাষ্ট্রদূতকে কেউ হয়তো পুশ করেছে

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
নিজস্ব বার্তা প্রতিনিধি :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ভোট নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যে মন্তব্য করেছেন, তা ‘সাদা মনে’ বলেছেন। সেটা কেউ হয়তো তাকে ‘পুশ’ করেছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানকালে সাইড লাইনে জাপান, মরিশাস, শ্রীলংকা ও তাঞ্জানিয়ার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন।

জাপানি রাষ্ট্রদূতের নির্বাচন নিয়ে সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এটা তিনি বলেছেন, তিনি শুনেছেন, কেউ হয়তো তাকে বলেছেন। নিশ্চয় কেউ তাকে এভাবে ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা বলে ফেলেছেন। কিন্তু তিনি বাংলাদেশের খুব ভালো বন্ধু। এটা মনে হয়, কেউ তাকে পুশ করেছে। তিনি আরও বলেন, তবে জাপান ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আগামীতে আরও গভীর হবে। আমাদের প্রধানমন্ত্রী জাপান যাওয়ার পরে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে চাই। তাই জাপানি দূতের বক্তব্য নিয়ে হৈচৈয়ের কিছু নেই।

ড. মোমেন বুধবার জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে তিনি বলেন, সেদেশে (জাপান) আমাদের প্রধানমন্ত্রী যাবেন। তাদের একটু ঝামেলাও আছে। জাপানে এক মাসে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে তারা সফর নিয়ে প্রস্তুত আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমরা চাই ওপেন, ফ্রি, ইনক্লুসিভ, সিকিউর পিসফুল নেভিগেশন।’

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের ২০১৮ সালের সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দেন। তাঁর সেই বক্তব্য নিয়ে নানা আলোচনা হচ্ছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মোমেন বলেন, ‘তাদের সঙ্গে আমরা সরাসরি শিপিং লাইন চালু করতে চাই। কলম্বো বন্দরে আমাদের জাহাজকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্য বাড়াতে আলোচনা হয়েছে।’

মরিশাস ও তাঞ্জানিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আব্দুল মোমেন বলেন, ‘মরিশাসে কৃষিজমি চাষে আমরা কন্ট্রাক্ট ফার্মিং চাই। ব্লু ইকোনমিতে তাদের সহযোগিতা চাই। তাদের সঙ্গে ওষুধ রপ্তানি নিয়েও আলোচনা হয়েছে। তাঞ্জানিয়ার সঙ্গেও কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে আলোচনা হয়েছে। তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে আমাদের প্রস্তাবও দিয়েছে।’

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ