image

এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির দুদিন না যেতেই এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গড়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে।

গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। ওই ঘোষণার সময় বিইআরসি জানায়, এখনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। এর দুদিন না যেতেই পিডিবি সবার আগে খুচরা দাম বাড়ানোর আবেদন জমা দিল।

৫ টি বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে প্রথম পিডিবি দাম বাড়ানোর আবেদন করল। বাকি পাঁচটি সংস্থার মধ্যে দুটি আজ সকালে জমা দিয়েছে বলে বিইআরসি সূত্র নিশ্চিত করেছে। বাকি তিনটিও আজ বিকেলের মধ্যে জমা দিতে পারে বলে জানা গেছে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৪৭ পয়সা বাড়ানোর আবেদন করেছে পিডিবি। আর পাইকারি দাম বেড়েছে ইউনিটে ১ টাকা ৩ পয়সা। দাম বাড়ানোর আবেদন জমা দিতে বাকি বিতরণ সংস্থার প্রস্তুতিও শেষের দিকে, যেকোনো সময় তারা জমা দিতে পারে। সবাই গড়ে প্রায় ২০ শতাংশ বাড়ানোর আবেদন করবে বলে আভাস পাওয়া গেছে।

তিনটি আবেদন জমা পড়ার কথা জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এগুলো কমিশনের আবেদনপত্র গ্রহণ শাখায় জমা পড়েছে। তবে এখনো তার দপ্তরে কোনো আবেদন পৌঁছায়নি।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

» ই-সিগারেট, ভেপ, এইচটিপি নিষিদ্ধ করে অধ্যাদেশ

» পাহাড়ে এক বছরে ২৬৮ ঘটনায় ‘মানবাধিকার লঙ্ঘন’: দাবি জনসংহতি সমিতির

» খালেদা জিয়ার জন্য শোকবইয়ে যা লিখেছেন রাজনাথ সিং

» ২,৮৫৭ কোটি টাকা ‘আত্মসাৎ’: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক

» মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো, উৎপাদনেও ছাড়

সম্প্রতি