alt

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

সচেতনতাই নির্যাতন প্রতিরোধের হাতিয়ার

জাহিদা পারভেজ ছন্দা : শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

রংপুরের মেয়ে, আফরোজা সরকার। সিঙ্গেল মাদার। পেশায় সাংবাদিক। ৫ মামলা নিয়ে এ আদালত সে আদালত করছেন গত এক বছর ধরে। তার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগের কথা জানিয়ে আফরোজা সংবাদকে বলেন, ‘নারী হওয়ার জন্যই মূলত এত অপদস্ত হতে হচ্ছে’।

আফরোজার কাছ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় এক অপ্রীতিকর ঘটনায় আফরোজা সরকারসহ ৫ জন আহত হন। গুরুতর আহত হয়ে সাংবাদিক আজম পারভেজ ও আফরোজা ছয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় হামলাকারীরা আফরোজা ও আজম পারভেজসহ ১২ জনকে আসামি করে মামলা করে। ঘটনাটি নিয়ে ফেস দ্যা পিপল নামের একটি ফেইসবুক পেইজে লাইভে কথা বলার অপরাধে আফরোজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি ও হামলা মারপিট এবং ছিনতাইয়ের দুটি মামলা দেয়া হয়।

আফরোজা বলেন, ‘৫ বছরের বিবাহিত জীবনে স্বামীর গালাগাল আর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আমি নিজেই তাকে ডিভোর্স দেই। বর্তমানে একমাত্র সন্তানকে নিয়ে চরম দুঃখ কষ্ট সহ্য করে চলছি।’

‘নারী নির্যাতন প্রতিরোধে যেভাবে আমাদের এগিয়ে আসা দরকার আমরা তা করি না। বেশিরভাগ মেয়েই তাদের নির্যাতনের কথা বলে না বা বলতে চায় না। কারণ নির্যাতিত নারীদের পরিবার অনেক সময় তাদের সমর্থন দেয় না। আবার নির্যাতনের কথা অন্যরা জানলে সমাজের কাছে ছোট হয়ে যাবেন এমনটাও মনে করা হয়। কিন্তু এটা যে প্রতিবাদ, আর এভাবেই যে প্রতিরোধ তৈরি করা যায় আমরা এসব জানিই না। এটা জানাতে আমাদের কাজ করতে হবে।’

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে নারীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন একশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঙ্গে কথা হয় সংবাদের।

ফারাহ্ কবির বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সমস্যার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নারীর প্রতি সহিংসতা। সম্প্রতি মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার এবং ইন্টারনেটের সহজলভ্যতা ও ক্রয়ক্ষমতা মানুষের নাগালে চলে আসায় এর ব্যবহারের ব্যাপকতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নারীর প্রতি সহিংসতার একটি নতুন কৌশল তৈরি করে দিয়েছে।

তিনি বলেন, ‘অনলাইন সহিংসতার শিকার ভুক্তভোগী ব্যক্তিরা উদ্বেগ, অপরাধবোধ, বিব্রতবোধ, নিজেকে দোষারোপ করাসহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হোন যা তাদের ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক ও পেশাগত জীবনকে প্রভাবিত এবং বাধাগ্রস্ত করে।

‘তথ্য অধিকার আইন-২০০৯ (আরটিআই) থেকে প্রাপ্ত তথ্য মতে, ‘২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত, সাইবার অপরাধ ট্রাইবুন্যালে ৫২০টি মামলা হয়েছে যার মধ্যে ৩২৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে। অনলাইনে সংঘটিত প্রায় ৯০ শতাংশ সহিংসতার ঘটনায় ভুক্তভোগীরা কোন রিপোর্ট করেননি বলে জানান ফারাহ্ কবির।

তিনি বলেন, ‘একশন এইড বাংলাদেশ-এর ২০২২-এ করা একটি গবেষণায় পাওয়া তথ্য মতে, ৬৩.৫১ শতাংশ নারী উত্তরাদাতাই অনলাইনে সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন, যা ২০২১-এর ৫০.১৯ শতাংশ থেকে ১৩.৩২ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করার হারও অস্বাভাবিকভাবে কম।’

‘কাজেই জনসাধারণের মাঝে অনলাইন সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরি করা অত্যন্ত জরুরি’ উল্লেখ করে ফারাহ্ কবির বলেন, ‘নারীদের সাহসের সঙ্গে বেরিয়ে আসতে হবে। কথা বলতে হবে। সমস্যার কথা নির্যাতনের কথা না বললে আরেকজন সচেতন হবে কী করে?’

জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না। সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক সভাপতি ও ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। এসব সংগঠনের পক্ষে রাষ্ট্রীয় ও সামাজিক অনাচারের বিরুদ্ধে আইনি লড়াই করা এই আইনজীবী বলেন, ‘পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর যা বলতে চাই তা হলো আমাদের পশুর দৃষ্টি, পশুর দৃষ্টিভঙ্গি, পশুর মানসিকতা এটা বন্ধ করতে হবে। তাইলে সমাজ সুস্থ হবে।’

‘আমার আরেকটা আবেদন আছে, আমি চেষ্টা করছি। সপ্তাহে একটা দিন অন্তত গার্লস স্কুলে জুডো কারাতে শেখানো হয়। বাধ্যতামূলকভাবে। এতে নাইনটি নাইন পারসেন্ট দাম্পত্য অত্যাচার কমে যাবে। রাস্তায় ছিনতাই কমে যাবে। এতে মেয়েদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’ নারী নির্যাতন কিভাবে প্রতিরোধ করা সম্ভব এমন প্রশ্নে জেড আই খান পান্না বলেন, ‘একটা শিক্ষিত মহিলারে জিজ্ঞেস কইরা দেইখো বিয়ের সময় কাবিননামায় পইড়া সাইন দিছে কি না। না পইড়াই কিন্তু সাইন দিছে। কেন? এ বিষয়ে সচেতনতা আনতে হবে। এইটার জন্য আমার মামলা লড়তে হইছে ২০১৪ সাল থেকে।’

এরপর সাক্ষ্য আইনের ভেতরে ‘চরিত্র’ নিয়ে জিজ্ঞেস করবে সেটা নিয়েও মামলা করতেছি। কেন তারা (নারীরা) প্রটেস্ট করতে পারে নাই, কলতে পারে নাই যে এটা ঠিক না। প্রটেস্ট করতে হবে। ১০ জন হোক, দাঁড়ায় যাক, আমি তো ১০ জনকে নিয়া দাঁড়াতে বলি।

আমাকে আনেক মানুষ, ‘শিক্ষিত লোকজনই বলে যে আপনার কারণে ডিভোর্স বাড়ছে। আমি বলি হাজার বছর ধরে মেয়েদের যেভাবে মাইরা ঘরবন্দী করছেন এখন অন্তত তারা নিজেদের মতো কইরা ডিভোর্স দেয়া শিখছে। এটা কইরা আমি প্রাউড ফিল করি।’

নারীরা নির্যাতনের শিকার হয়ে যে মামলা করে তার নিষ্পত্তি নিয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘নিষ্পত্তির গতিটা হইলো আদালতের ওপর। আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনে আলাপ কইরা বলবো দুইটা বিষয়ে সেন্সেটাইজড করা। একটা হচ্ছে, মেইনলি নারীদের সম্পর্কে, সেক্সুয়াল হ্যারসমেন্ট সম্পর্কে এবং এই যে পারিবারিক নির্যাতন টির্যাতন এগুলা সম্পর্কে অর্থাৎ নারী বিষয় নিয়ে তাদের আলাদাভাবে সবক দেয়া। একটা হলো কন্সটিটিউশনাল রাইট, আরেকটা হলো সন্ধ্যার সময় এরেস্ট করা। এটা ঠিক না। এসব বিষয়ে বিচার বিভাগ যদি সচেতন না হয়, তাইলে তারা বিচার কেমনে পাবে।’

‘প্রতিরোধ শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, অবশ্য থাকবেও না। সময় লাগবে একটু। মনে আছে নিশ্চয়, ঢাকা কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেইনট্রি মামলায় খালাস দিতে গিয়া এক নারী বিচারক কিছু অসংলগ্ন এবং অনৈতিক কথাবার্তা উচ্চারণ করছিলেন। তার বিরুদ্ধে প্রটেস্ট করার পরে ফৌজদারি মামলায় বিচারিক ক্ষমতা কাড়িয়া নেয়া হইছে না (?)। এইভাবেই প্রটেস্ট করতে করতে এক সময় একটা স্টেজে আসবে। প্রতিরোধ করা জানবে, শিখবে, তখন এগিয়ে যাবে নারী।’

আজ ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ (আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ) দিবস। আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষেরও। আজ থেকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পৃথিবীর দেশে দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পক্ষ পালিত হবে। বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করছে।

সংগঠনের উদ্যোগে ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে।

ছবি

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় করবে ইসি

ছবি

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৯৮৩ জন

ছবি

জেইসির মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের জনগণ উপকৃত হবে: অর্থ উপদেষ্টা

ছবি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, আজ অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

ছবি

এক লাখ কর্মী নিয়োগ, প্রধান উপদেষ্টাকে অগ্রগতি জানালো জাপানি প্রতিনিধিদল

ছবি

মঙ্গলবার সরকারের হাতে যাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা

ছবি

নভেম্বরের পরও চলবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: অন্তর্বর্তী সরকারের স্পষ্টীকরণ

ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

ছবি

অর্থ পাচারের মামলায় সম্রাট ও আরমানের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়া ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

ডেঙ্গু: একদিনে সর্বোচ্চ ১১৪৩ জন হাসপাতালে, মৃত্যু ৪

ছবি

শাহজালালে আগুন: অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলসহ দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেড়েছে

ছবি

মেট্রো রেললাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ৭ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন

সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত আসামি ১৫ সেনা কর্মকর্তা কর্মরত: প্রসিকিউটর

ছবি

বিচারপতি খায়রুল হককে কেন জামিন দেয়া হবে না, হাইকোর্টের প্রশ্ন

আরপিও সংশোধন: রাষ্ট্রপতি সই করলেই জারি হবে অধ্যাদেশ

ছবি

অমর একুশে বইমেলা ‘যথা সময়েই’ অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

ছবি

জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে

ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরেই শেষ : তথ্য উপদেষ্টার

ছবি

বাংলাদেশ–পাকিস্তান সহযোগিতা বাড়াতে আলোচনায় সাহির শামশাদ মির্জা ও প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে একজন নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, উপকূলে ১ নম্বর সতর্ক সংকেত

ছবি

গুম প্রতিরোধে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: আসিফ নজরুল

ছবি

বিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন ৪ দেশ থেকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

সামনে ‘সংঘাতের আলামত’ দেখতে পাচ্ছেন মাহফুজ আলম

ছবি

ডেঙ্গুতে শিশু ও কিশোর আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে

ছবি

রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে ন্যায়ের জন্য লড়াই অপরিহার্য: প্রধান বিচারপতি

ছবি

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে বিদেশি বিশেষজ্ঞরা আসছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

ছবি

মানসিক সুস্থতাকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ছবি

পশ্চিম তীরে ‘ইসরায়েলি সর্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা জানালো বাংলাদেশ

ছবি

বাংলাদেশি স্থপতি রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কোর কনফুসিয়াস পুরস্কার

ছবি

উপদেষ্টাদের নিরপেক্ষতা: ‘বিতর্ক’ এড়াতে ফাওজুল কবিরের দুই ‘ফর্মুলা’

tab

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

সচেতনতাই নির্যাতন প্রতিরোধের হাতিয়ার

জাহিদা পারভেজ ছন্দা

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

রংপুরের মেয়ে, আফরোজা সরকার। সিঙ্গেল মাদার। পেশায় সাংবাদিক। ৫ মামলা নিয়ে এ আদালত সে আদালত করছেন গত এক বছর ধরে। তার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগের কথা জানিয়ে আফরোজা সংবাদকে বলেন, ‘নারী হওয়ার জন্যই মূলত এত অপদস্ত হতে হচ্ছে’।

আফরোজার কাছ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় এক অপ্রীতিকর ঘটনায় আফরোজা সরকারসহ ৫ জন আহত হন। গুরুতর আহত হয়ে সাংবাদিক আজম পারভেজ ও আফরোজা ছয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় হামলাকারীরা আফরোজা ও আজম পারভেজসহ ১২ জনকে আসামি করে মামলা করে। ঘটনাটি নিয়ে ফেস দ্যা পিপল নামের একটি ফেইসবুক পেইজে লাইভে কথা বলার অপরাধে আফরোজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি ও হামলা মারপিট এবং ছিনতাইয়ের দুটি মামলা দেয়া হয়।

আফরোজা বলেন, ‘৫ বছরের বিবাহিত জীবনে স্বামীর গালাগাল আর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আমি নিজেই তাকে ডিভোর্স দেই। বর্তমানে একমাত্র সন্তানকে নিয়ে চরম দুঃখ কষ্ট সহ্য করে চলছি।’

‘নারী নির্যাতন প্রতিরোধে যেভাবে আমাদের এগিয়ে আসা দরকার আমরা তা করি না। বেশিরভাগ মেয়েই তাদের নির্যাতনের কথা বলে না বা বলতে চায় না। কারণ নির্যাতিত নারীদের পরিবার অনেক সময় তাদের সমর্থন দেয় না। আবার নির্যাতনের কথা অন্যরা জানলে সমাজের কাছে ছোট হয়ে যাবেন এমনটাও মনে করা হয়। কিন্তু এটা যে প্রতিবাদ, আর এভাবেই যে প্রতিরোধ তৈরি করা যায় আমরা এসব জানিই না। এটা জানাতে আমাদের কাজ করতে হবে।’

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে নারীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন একশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঙ্গে কথা হয় সংবাদের।

ফারাহ্ কবির বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সমস্যার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নারীর প্রতি সহিংসতা। সম্প্রতি মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার এবং ইন্টারনেটের সহজলভ্যতা ও ক্রয়ক্ষমতা মানুষের নাগালে চলে আসায় এর ব্যবহারের ব্যাপকতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নারীর প্রতি সহিংসতার একটি নতুন কৌশল তৈরি করে দিয়েছে।

তিনি বলেন, ‘অনলাইন সহিংসতার শিকার ভুক্তভোগী ব্যক্তিরা উদ্বেগ, অপরাধবোধ, বিব্রতবোধ, নিজেকে দোষারোপ করাসহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হোন যা তাদের ব্যক্তিগত, সামাজিক, শিক্ষাগত, অর্থনৈতিক ও পেশাগত জীবনকে প্রভাবিত এবং বাধাগ্রস্ত করে।

‘তথ্য অধিকার আইন-২০০৯ (আরটিআই) থেকে প্রাপ্ত তথ্য মতে, ‘২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত, সাইবার অপরাধ ট্রাইবুন্যালে ৫২০টি মামলা হয়েছে যার মধ্যে ৩২৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে। অনলাইনে সংঘটিত প্রায় ৯০ শতাংশ সহিংসতার ঘটনায় ভুক্তভোগীরা কোন রিপোর্ট করেননি বলে জানান ফারাহ্ কবির।

তিনি বলেন, ‘একশন এইড বাংলাদেশ-এর ২০২২-এ করা একটি গবেষণায় পাওয়া তথ্য মতে, ৬৩.৫১ শতাংশ নারী উত্তরাদাতাই অনলাইনে সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন, যা ২০২১-এর ৫০.১৯ শতাংশ থেকে ১৩.৩২ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করার হারও অস্বাভাবিকভাবে কম।’

‘কাজেই জনসাধারণের মাঝে অনলাইন সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরি করা অত্যন্ত জরুরি’ উল্লেখ করে ফারাহ্ কবির বলেন, ‘নারীদের সাহসের সঙ্গে বেরিয়ে আসতে হবে। কথা বলতে হবে। সমস্যার কথা নির্যাতনের কথা না বললে আরেকজন সচেতন হবে কী করে?’

জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না। সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক সভাপতি ও ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য। এসব সংগঠনের পক্ষে রাষ্ট্রীয় ও সামাজিক অনাচারের বিরুদ্ধে আইনি লড়াই করা এই আইনজীবী বলেন, ‘পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর যা বলতে চাই তা হলো আমাদের পশুর দৃষ্টি, পশুর দৃষ্টিভঙ্গি, পশুর মানসিকতা এটা বন্ধ করতে হবে। তাইলে সমাজ সুস্থ হবে।’

‘আমার আরেকটা আবেদন আছে, আমি চেষ্টা করছি। সপ্তাহে একটা দিন অন্তত গার্লস স্কুলে জুডো কারাতে শেখানো হয়। বাধ্যতামূলকভাবে। এতে নাইনটি নাইন পারসেন্ট দাম্পত্য অত্যাচার কমে যাবে। রাস্তায় ছিনতাই কমে যাবে। এতে মেয়েদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’ নারী নির্যাতন কিভাবে প্রতিরোধ করা সম্ভব এমন প্রশ্নে জেড আই খান পান্না বলেন, ‘একটা শিক্ষিত মহিলারে জিজ্ঞেস কইরা দেইখো বিয়ের সময় কাবিননামায় পইড়া সাইন দিছে কি না। না পইড়াই কিন্তু সাইন দিছে। কেন? এ বিষয়ে সচেতনতা আনতে হবে। এইটার জন্য আমার মামলা লড়তে হইছে ২০১৪ সাল থেকে।’

এরপর সাক্ষ্য আইনের ভেতরে ‘চরিত্র’ নিয়ে জিজ্ঞেস করবে সেটা নিয়েও মামলা করতেছি। কেন তারা (নারীরা) প্রটেস্ট করতে পারে নাই, কলতে পারে নাই যে এটা ঠিক না। প্রটেস্ট করতে হবে। ১০ জন হোক, দাঁড়ায় যাক, আমি তো ১০ জনকে নিয়া দাঁড়াতে বলি।

আমাকে আনেক মানুষ, ‘শিক্ষিত লোকজনই বলে যে আপনার কারণে ডিভোর্স বাড়ছে। আমি বলি হাজার বছর ধরে মেয়েদের যেভাবে মাইরা ঘরবন্দী করছেন এখন অন্তত তারা নিজেদের মতো কইরা ডিভোর্স দেয়া শিখছে। এটা কইরা আমি প্রাউড ফিল করি।’

নারীরা নির্যাতনের শিকার হয়ে যে মামলা করে তার নিষ্পত্তি নিয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘নিষ্পত্তির গতিটা হইলো আদালতের ওপর। আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনে আলাপ কইরা বলবো দুইটা বিষয়ে সেন্সেটাইজড করা। একটা হচ্ছে, মেইনলি নারীদের সম্পর্কে, সেক্সুয়াল হ্যারসমেন্ট সম্পর্কে এবং এই যে পারিবারিক নির্যাতন টির্যাতন এগুলা সম্পর্কে অর্থাৎ নারী বিষয় নিয়ে তাদের আলাদাভাবে সবক দেয়া। একটা হলো কন্সটিটিউশনাল রাইট, আরেকটা হলো সন্ধ্যার সময় এরেস্ট করা। এটা ঠিক না। এসব বিষয়ে বিচার বিভাগ যদি সচেতন না হয়, তাইলে তারা বিচার কেমনে পাবে।’

‘প্রতিরোধ শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, অবশ্য থাকবেও না। সময় লাগবে একটু। মনে আছে নিশ্চয়, ঢাকা কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেইনট্রি মামলায় খালাস দিতে গিয়া এক নারী বিচারক কিছু অসংলগ্ন এবং অনৈতিক কথাবার্তা উচ্চারণ করছিলেন। তার বিরুদ্ধে প্রটেস্ট করার পরে ফৌজদারি মামলায় বিচারিক ক্ষমতা কাড়িয়া নেয়া হইছে না (?)। এইভাবেই প্রটেস্ট করতে করতে এক সময় একটা স্টেজে আসবে। প্রতিরোধ করা জানবে, শিখবে, তখন এগিয়ে যাবে নারী।’

আজ ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ (আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ) দিবস। আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষেরও। আজ থেকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পৃথিবীর দেশে দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পক্ষ পালিত হবে। বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করছে।

সংগঠনের উদ্যোগে ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে।

back to top