image

তিন বছরে নাগরিকত্ব ছেড়েছেন ৮৬২ বাংলাদেশি

রোববার, ০৪ ডিসেম্বর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

গত তিন বছরে ৮৬২ জন বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছেন; এরমধ্যে চলতি বছরের প্রথম ১১ মাসেই নাগরিকত্ব ছেড়েছেন চারশ’ বেশি বাংলাদেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সুত্রে এসব তথ্য জানা গেছে।

বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছেন চলতি বছর। এ বছরের ১ জানুয়ারি (২০২২) থেকে গত ২৭ নভেম্বর পর্যন্ত ১১ মাসে নাগরিকত্ব পরিত্যাগ করেন ৪০১ জন।

এছাড়াও সংশ্লিষ্ট সুত্রমতে, গত বছর ২০২১ সালে ১৬৪ জন বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন। আর ২০২০ সালে ২৯৭ জন পরিত্যাগ করেন।

জানা যায়, বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারীদের মধ্যে জার্মানি, হংকং, সিংগাপুর, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কোরিয়া, ভারতে নাগরিকত্ব গ্রহণের সংখ্যা সবচেয়ে বেশি।

এছাড়া এদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং অর্থনীতিক ও রাজনৈতিক বিপর্যয়ের শিকার শ্রীলঙ্কা, ফিলিপাইনের মতো দেশও রয়েছে নাগরিকত্ব নেওয়ার তালিকায়।

‘জাতীয়’ : আরও খবর

» খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা

» নির্বাচন: রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পুলিশ মোতায়েনে নির্দেশনা

» গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ায় অনুমোদন

» ‘গুম-নির্যাতন’: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু

» ‘গুম-নির্যাতন’: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু

সম্প্রতি