মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
গত তিন বছরে ৮৬২ জন বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছেন; এরমধ্যে চলতি বছরের প্রথম ১১ মাসেই নাগরিকত্ব ছেড়েছেন চারশ’ বেশি বাংলাদেশি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সুত্রে এসব তথ্য জানা গেছে।
বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছেন চলতি বছর। এ বছরের ১ জানুয়ারি (২০২২) থেকে গত ২৭ নভেম্বর পর্যন্ত ১১ মাসে নাগরিকত্ব পরিত্যাগ করেন ৪০১ জন।
এছাড়াও সংশ্লিষ্ট সুত্রমতে, গত বছর ২০২১ সালে ১৬৪ জন বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন। আর ২০২০ সালে ২৯৭ জন পরিত্যাগ করেন।
জানা যায়, বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারীদের মধ্যে জার্মানি, হংকং, সিংগাপুর, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কোরিয়া, ভারতে নাগরিকত্ব গ্রহণের সংখ্যা সবচেয়ে বেশি।
এছাড়া এদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং অর্থনীতিক ও রাজনৈতিক বিপর্যয়ের শিকার শ্রীলঙ্কা, ফিলিপাইনের মতো দেশও রয়েছে নাগরিকত্ব নেওয়ার তালিকায়।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম