image

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ‘জনস্বার্থে অবিলম্বে’ এই নিয়োগ কার্যকর হবে বলে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একই সঙ্গে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকে।

বৃহস্পতিবার অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অবসরের পর তাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে। আগামী তিন বছর তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরি করবেন। এজন্য মুখ্য সচিবের পদমর্যাদায় তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে ৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপন জারি হয়।

এর আগে গত ২৮ নভেম্বর আহমদ কায়কাউসের অবসর উপলক্ষে মন্ত্রিসভায় ধন্যবাদ প্রস্তাব করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ধন্যবাদ প্রস্তাবের প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যাবেন।’

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

» ই-সিগারেট, ভেপ, এইচটিপি নিষিদ্ধ করে অধ্যাদেশ

» পাহাড়ে এক বছরে ২৬৮ ঘটনায় ‘মানবাধিকার লঙ্ঘন’: দাবি জনসংহতি সমিতির

» খালেদা জিয়ার জন্য শোকবইয়ে যা লিখেছেন রাজনাথ সিং

» ২,৮৫৭ কোটি টাকা ‘আত্মসাৎ’: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক

» মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো, উৎপাদনেও ছাড়

সম্প্রতি