৬৬ শিক্ষককে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

৬৬ জন এমপিওভুক্ত শিক্ষককে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দেশের বিভিন্ন জেলার ৬৬ প্রার্থীর দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ মাহমুদ বাশার।

এরআগে মফিজুর রহমান, পপি আক্তার, আবদুল বারেক, সোহেল রানা, নেয়ামত শেখ, আনিসুর রহমান, আলমগীর হোসেনসহ বিভিন্ন জেলার মোট ৬৬ জন ইনডেক্সধারী শিক্ষক এই রিট দায়ের করেন।

‘জাতীয়’ : আরও খবর

» হাসিনার কর্মকাণ্ডে উদ্বেগ, প্রণয় ভার্মাকে তলব

» ‘এটি আমাদেরও’: সংস্কৃতি আবারও পাকিস্তানে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত

সম্প্রতি