alt

সুষ্ঠু নির্বাচন করতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

সরকার প্রশাসনকে ‘দলীয়করণ’ করেনি। এ রকম কোন ‘পরিকল্পনা’ও সরকারের নেই। সুষ্ঠু নির্বাচন করতে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকাই মুখ্য। এ কারণে সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো নিয়মিত পরিদর্শনের জন্যও ডিসিদের নির্দেশ দেয়া হয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। সবকটি কার্যঅধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

দেশবাসী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় নির্বাচনের সময় প্রয়োজন অনুযায়ী দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কাজ করবে। মন্ত্রী বলেন, ‘দেশবাসী চাচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের দিকে সারাবিশ্বও সেভাবে তাকিয়ে আছে। আমরা বলেছি সেই নির্বাচনে আপনাদের (ডিসি) ভূমিকা মুখ্য হবে।’

নির্বাচনের সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো কিছু ‘রুটিন ওয়ার্ক’ করবে জানিয়ে তিনি বলেন, ‘মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।’

পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক জঙ্গি কর্মকান্ড সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের এই পরিস্থিতি অনেকদিনের। এখানে অনেক দল-উপদল কাজ করে। প্রধানমন্ত্রী শান্তিচুক্তি করেছিলেন। এরপরও কয়েকটি গোষ্ঠী অস্ত্র জমা কিংবা আত্মসমর্পণ না করে মাঝে-মধ্যে অতর্কিত চলে আসছে।’

পার্বত্য অঞ্চলের সঙ্গে সারাদেশে জঙ্গি উত্থানের কোন সম্পর্ক নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গি দমন করেছি। তবে শেকড় থেকে উঠিয়ে দিতে পারিনি। জঙ্গির সমতল থেকে পাহাড়ে চলে গিয়ে সেখানকার লোকদের সঙ্গে যোগাযোগ করছে। তবে আমরা তাদের সেখানকার ঘাঁটিটাও বিনষ্ট করে দিয়েছি।’

অনিবন্ধিত অনলাইন, আইপি টিভি ও ইউটিউবের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকতে ডিসিদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।

সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে। আমরা কোনভাবেই দলীয়করণ করিনি। এমনকি করার কোন পরিকল্পনাও আমাদের নেই।’

মন্ত্রী বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব চ্যানেল আছে, যেগুলোর কোন নিবন্ধন নেই এবং যারা সেগুলোতে কাজ করে তারা নিজেদের আবার সাংবাদিক পরিচয় দেয়। সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, ভুল তথ্য পরিবেশন ও বিভ্রান্তি ছড়ানো হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ।’

দেশে এ পর্যন্ত ১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে, সেই তথ্য ডিসিদের অবহিত করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘গুজব ছড়ায় কয়েক ঘণ্টায়, আর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক দিন সময় লাগে। কারণ এর একটা প্রক্রিয়া আছে, সেটি বিটিআরসিকে জানাতে হয় এবং এ সময়ে গুজব থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয় সেটি গুজব এবং আসলে সত্যটা এই। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।’

আর একটা রোহিঙ্গাকেও নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কোন ‘শর্টকাট’ উত্তর নেই।

এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘এটা খুব জটিল সময়। আমাদের পলিসি হচ্ছে আর একটা রোহিঙ্গাকেও আমরা নেব না। কিন্তু আমরা তো ওদেরকে মারতে পারি না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান নিয়েছে যে, আমরা এদের নেব না। কিছু কিছু যখন আসে, আমার দেখার চেষ্টা করব সেটাকে কীভাবে দেখভাল করা যায়।’

মন্ত্রী বলেন, ‘আমরা মায়ানমার সরকারকে বলেছি, তোমরা তোমাদের লোকগুলো একটাও পাঠাবা না। কিন্তু তাদেরও ক্ষমতার বাইরে, কারণ ওখানে সংঘাত হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, সেজন্য ভয়ে পালিয়ে আসছে।’

অবৈধভাবে বিদেশ যাওয়া ঠেকাতে ডিসিদের সহাযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে অনেক লোক বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়। আমরা চাই না, কেউ নির্যাতনের শিকার হোক। অবৈধভাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে স্থানীয় এজেন্সি কাজ করে। জেলা প্রশাসকরা যদি বিভিন্ন মিটিংয়ে অবৈধভাবে না যাওয়ার জন্য পরামর্শ দেন তাহলে লোকজন বিদেশ গিয়ে নির্যাতন শিকার হবে না।’

পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমিকর অনলাইনে -ভূমিমন্ত্রী

ভূমি কর এখন পরীক্ষামূলকভাবে অনলাইনে আছে বলে ডিসিদের জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ডিসিদের মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে এটা ম্যানুয়ালিও আছে। আমি বলেছি আগামী পহেলা বৈশাখ থেকে ম্যানুয়াল পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দেব। শতভাগ অনলাইন করা হবে ভূমিকর। এটা খুবই স্পষ্ট। ম্যানুয়ালের আর কোন সুযোগ থাকবে না।’

ডিসিরা খাস জমি কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ব্যাপারে প্রস্তাব করেছেন। এজন্য তারা বাজেটও চেয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূমিমন্ত্রী বলেন, ‘বাজেটটা তাদের দেয়া হয়, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে সচিব সেটা দেখে বুঝে সাপোর্ট দেন। আমাদের কি পরিমাণ খাস জমি তা ল্যান্ড ডেটায় আপডেট হচ্ছে। ল্যান্ড ডেটা ব্যাংকে জমা হচ্ছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা হয়েছে, তাদের জেলার খাস জমি যেন বেশি করে রিকভার করতে পারেন। কারণ আমাদের খাস জমিগুলো অনেকভাবে বেহাত হয়ে পড়ে আছে।’

দেশজুড়ে ডিজিটাল ল্যান্ড সার্ভের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সার্ভে যেখানে শুরু করেছি যেখানে হয়নি। যেমন, বরগুনা ও পটুয়াখালী। পটুয়াখালীতে একটা ডিজিটাল সার্ভের জন্য পাইলট প্রজেক্ট করেছি। এর সঙ্গে আমরা আরও দুটি জেলা যুক্ত করেছি। সেগুলো হলো পাবনা ও সিরাজগঞ্জ। এসব জেলায় শেষ করার পর আমরা সারাদেশে ডিজিটাল সার্ভের কাজ শুরু করব। সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিএলও) এর কাজও আমরা করছি। এটা কিন্তু একটা লিগ্যাল ওনারশিপের বিষয়।’

প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল নিয়মিত তদারকির নির্দেশ

রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নিয়মিত পরিদর্শন করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিসিদের আমরা বলেছি প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সেখানে যেন তারা নিয়মিত পরিদর্শন করেন। রোগীরা যেন সঠিক সেবা সঠিক মূল্য পায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য যেন বেশি না নেয়া হয় এবং অযাচিতভাবে যেন গর্ভবতী মায়েদের সিজার অপারেশন না করে সেই বিষয়গুলোতে নজর রাখতে বলেছি।’

দেশে বর্তমানে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও যন্ত্রপাতি অনেক হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘লোকবলও মোটামুটি দেয়া হয়েছে। এখন সেবার উন্নয়ন করা প্রয়োজন।’

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দু’টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন

নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব: ডিএমপি কমিশনার

ছবি

পাহাড়ি ঢলে ঝিনাইগাতীতে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ছবি

কাঁটাতারে ঝুলে মারা যাওয়া সেই ফেলানীর ছোট ভাই এখন বর্ডারগার্ড

ডেঙ্গু: আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৭ জন

৪ আগস্ট মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়: নাহিদ ইসলাম

ছবি

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪টি মাজারে হামলা, আগুন

ছবি

জুলাই আন্দোলনের ঘটনায় রামপুরায় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ: পাঁচ আসামির বিচার শুরু

ছবি

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিসের আবেদন

ছবি

সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

ছবি

টিআইবির প্রশ্ন: ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনায় অতি আগ্রহ কেন?

ছবি

নাহিদ ইসলামের জবানবন্দি: ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যায়িত করে অপমানিত করা হয়েছে

ছবি

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সুপারিশ

ছবি

আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি: সিলেটে আসিফ নজরুল

ছবি

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২২

ছবি

মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল-তাহের-আখতার

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির পরামর্শ বিশেষজ্ঞদের

ছবি

ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের ক্ষতি, দুদকের মামলা

ছবি

বাংলাদেশ ও ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক

ছবি

ট্রাইব্যুনাল: নাহিদের সাক্ষ্য বুধবার, মাহমুদুর রহমানের জেরা শুরু

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন, দলগুলোর সঙ্গে বুধবার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

ছবি

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা: বাংলাদেশ-ভারতের ভৌগোলিক নৈকট্য ও আন্তঃনির্ভতা নতুন সুযোগে রূপান্তরের সম্ভাবনা

ছবি

ধর্মীয় উৎসবে অতিরিক্ত নিরাপত্তা নয়, সমান নাগরিক অধিকারের বাংলাদেশ চান প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ

ছবি

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য বুধবার

ছবি

জুলাই আন্দোলন: ইনু-নূরসহ ৯ আসামির ভার্চুয়াল হাজিরা

ছবি

বাংলাদেশে উষ্ণায়নের প্রভাব: কর্মদিবস নষ্ট, অর্থনীতি ও স্বাস্থ্যে বড় ক্ষতি

ছবি

এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দিতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

ছবি

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১২ দফা জরুরি নির্দেশনা

ছবি

দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি

স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালকদের দপ্তর বদল, একজনকে ওএসডি

ছবি

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানাল বাংলাদেশ

ছবি

আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৮ হাজার

tab

সুষ্ঠু নির্বাচন করতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

সরকার প্রশাসনকে ‘দলীয়করণ’ করেনি। এ রকম কোন ‘পরিকল্পনা’ও সরকারের নেই। সুষ্ঠু নির্বাচন করতে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকাই মুখ্য। এ কারণে সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো নিয়মিত পরিদর্শনের জন্যও ডিসিদের নির্দেশ দেয়া হয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। সবকটি কার্যঅধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

দেশবাসী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় নির্বাচনের সময় প্রয়োজন অনুযায়ী দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কাজ করবে। মন্ত্রী বলেন, ‘দেশবাসী চাচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের দিকে সারাবিশ্বও সেভাবে তাকিয়ে আছে। আমরা বলেছি সেই নির্বাচনে আপনাদের (ডিসি) ভূমিকা মুখ্য হবে।’

নির্বাচনের সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো কিছু ‘রুটিন ওয়ার্ক’ করবে জানিয়ে তিনি বলেন, ‘মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।’

পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক জঙ্গি কর্মকান্ড সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের এই পরিস্থিতি অনেকদিনের। এখানে অনেক দল-উপদল কাজ করে। প্রধানমন্ত্রী শান্তিচুক্তি করেছিলেন। এরপরও কয়েকটি গোষ্ঠী অস্ত্র জমা কিংবা আত্মসমর্পণ না করে মাঝে-মধ্যে অতর্কিত চলে আসছে।’

পার্বত্য অঞ্চলের সঙ্গে সারাদেশে জঙ্গি উত্থানের কোন সম্পর্ক নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গি দমন করেছি। তবে শেকড় থেকে উঠিয়ে দিতে পারিনি। জঙ্গির সমতল থেকে পাহাড়ে চলে গিয়ে সেখানকার লোকদের সঙ্গে যোগাযোগ করছে। তবে আমরা তাদের সেখানকার ঘাঁটিটাও বিনষ্ট করে দিয়েছি।’

অনিবন্ধিত অনলাইন, আইপি টিভি ও ইউটিউবের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকতে ডিসিদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।

সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে। আমরা কোনভাবেই দলীয়করণ করিনি। এমনকি করার কোন পরিকল্পনাও আমাদের নেই।’

মন্ত্রী বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব চ্যানেল আছে, যেগুলোর কোন নিবন্ধন নেই এবং যারা সেগুলোতে কাজ করে তারা নিজেদের আবার সাংবাদিক পরিচয় দেয়। সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, ভুল তথ্য পরিবেশন ও বিভ্রান্তি ছড়ানো হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ।’

দেশে এ পর্যন্ত ১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে, সেই তথ্য ডিসিদের অবহিত করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘গুজব ছড়ায় কয়েক ঘণ্টায়, আর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক দিন সময় লাগে। কারণ এর একটা প্রক্রিয়া আছে, সেটি বিটিআরসিকে জানাতে হয় এবং এ সময়ে গুজব থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয় সেটি গুজব এবং আসলে সত্যটা এই। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।’

আর একটা রোহিঙ্গাকেও নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কোন ‘শর্টকাট’ উত্তর নেই।

এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘এটা খুব জটিল সময়। আমাদের পলিসি হচ্ছে আর একটা রোহিঙ্গাকেও আমরা নেব না। কিন্তু আমরা তো ওদেরকে মারতে পারি না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান নিয়েছে যে, আমরা এদের নেব না। কিছু কিছু যখন আসে, আমার দেখার চেষ্টা করব সেটাকে কীভাবে দেখভাল করা যায়।’

মন্ত্রী বলেন, ‘আমরা মায়ানমার সরকারকে বলেছি, তোমরা তোমাদের লোকগুলো একটাও পাঠাবা না। কিন্তু তাদেরও ক্ষমতার বাইরে, কারণ ওখানে সংঘাত হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, সেজন্য ভয়ে পালিয়ে আসছে।’

অবৈধভাবে বিদেশ যাওয়া ঠেকাতে ডিসিদের সহাযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে অনেক লোক বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হয়। আমরা চাই না, কেউ নির্যাতনের শিকার হোক। অবৈধভাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে স্থানীয় এজেন্সি কাজ করে। জেলা প্রশাসকরা যদি বিভিন্ন মিটিংয়ে অবৈধভাবে না যাওয়ার জন্য পরামর্শ দেন তাহলে লোকজন বিদেশ গিয়ে নির্যাতন শিকার হবে না।’

পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমিকর অনলাইনে -ভূমিমন্ত্রী

ভূমি কর এখন পরীক্ষামূলকভাবে অনলাইনে আছে বলে ডিসিদের জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ডিসিদের মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে এটা ম্যানুয়ালিও আছে। আমি বলেছি আগামী পহেলা বৈশাখ থেকে ম্যানুয়াল পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দেব। শতভাগ অনলাইন করা হবে ভূমিকর। এটা খুবই স্পষ্ট। ম্যানুয়ালের আর কোন সুযোগ থাকবে না।’

ডিসিরা খাস জমি কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ব্যাপারে প্রস্তাব করেছেন। এজন্য তারা বাজেটও চেয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূমিমন্ত্রী বলেন, ‘বাজেটটা তাদের দেয়া হয়, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে সচিব সেটা দেখে বুঝে সাপোর্ট দেন। আমাদের কি পরিমাণ খাস জমি তা ল্যান্ড ডেটায় আপডেট হচ্ছে। ল্যান্ড ডেটা ব্যাংকে জমা হচ্ছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা হয়েছে, তাদের জেলার খাস জমি যেন বেশি করে রিকভার করতে পারেন। কারণ আমাদের খাস জমিগুলো অনেকভাবে বেহাত হয়ে পড়ে আছে।’

দেশজুড়ে ডিজিটাল ল্যান্ড সার্ভের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সার্ভে যেখানে শুরু করেছি যেখানে হয়নি। যেমন, বরগুনা ও পটুয়াখালী। পটুয়াখালীতে একটা ডিজিটাল সার্ভের জন্য পাইলট প্রজেক্ট করেছি। এর সঙ্গে আমরা আরও দুটি জেলা যুক্ত করেছি। সেগুলো হলো পাবনা ও সিরাজগঞ্জ। এসব জেলায় শেষ করার পর আমরা সারাদেশে ডিজিটাল সার্ভের কাজ শুরু করব। সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিএলও) এর কাজও আমরা করছি। এটা কিন্তু একটা লিগ্যাল ওনারশিপের বিষয়।’

প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল নিয়মিত তদারকির নির্দেশ

রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নিয়মিত পরিদর্শন করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিসিদের আমরা বলেছি প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে সেখানে যেন তারা নিয়মিত পরিদর্শন করেন। রোগীরা যেন সঠিক সেবা সঠিক মূল্য পায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য যেন বেশি না নেয়া হয় এবং অযাচিতভাবে যেন গর্ভবতী মায়েদের সিজার অপারেশন না করে সেই বিষয়গুলোতে নজর রাখতে বলেছি।’

দেশে বর্তমানে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও যন্ত্রপাতি অনেক হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘লোকবলও মোটামুটি দেয়া হয়েছে। এখন সেবার উন্নয়ন করা প্রয়োজন।’

back to top