alt

জাতীয়

দুর্নীতি কমাতে রাজনৈতিক অঙ্গনে দরকার বৈপ্লবিক পরিবর্তন : টিআইবি

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

রাজনৈতিক অঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। সরকারে থেকে বা সরকারি অবস্থানের বাইরে থেকে ক্ষমতার অপব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি অবস্থানকে ক্ষমতার লাইসেন্স বা রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখার সুযোগ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বৈশ্বিক সূচকের তথ্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক, দুদক, ব্যাংক খাত, অর্থনৈতিক সব খাতসহ আমাদের মৌলিক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়ে চলেছে। দুর্নীতি কমাতে হলে, বৈশ্বিক সূচকে উন্নতি করতে হলে এসব প্রভাব থেকে বের করতে হবে। একইসঙ্গে তাদের দক্ষতা, উৎকর্ষতা, শুদ্ধাচারের মাধ্যমে সফল হওয়ার প্রত্যাশা করতে পারি।

টিআইবি নির্বাহী বলেন, একটা সিদ্ধান্তে কীভাবে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। দুদক সরকার কর্তৃক পরিচালিত তা আমরা বলতে চাই না। দুদকের মতো প্রতিষ্ঠান থেকে আমলাতান্ত্রিকতা থেকে বের হতে হবে। দুর্নীতির রাঘব-বোয়ালদের ধরার মতো বড় কোনো উদাহরণ তৈরি করতে পারেনি দুদকসহ অন্যান্য সংস্থা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ক্রমাগতভাবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়েছে। ব্যাপক পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংক খাতকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, প্রথমত হচ্ছে স্বচ্ছতা। বিশেষ করে অর্থনৈতিক স্বয়ংক্রিয় তথ্য লেনদেনের মাধ্যমে ব্যাংক সেক্টরে আন্তর্জাতিকভাবে স্বচ্ছতা অর্জন করা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশও এক্ষেত্রে ব্যাংক খাতে স্ট্যান্ডার্ড নিয়ে এসেছে। আমরাই শুধু পারিনি। আমরা জবাবদিহিতা কেন নিশ্চিত করতে পারছি না? ব্যাংক খাতে স্ট্যান্ডার্ড মেইনটেইন না করার পেছনে ঋণ খেলাপি, অর্থ পাচারকারীদের চাপ আছে বলে মনে করি।

তিনি বলেন, একইসঙ্গে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। ইসলামি ব্যাংকের মূল মালিকানা গোপন রেখে কীভাবে অর্থ পাচার করা হয়েছে তা বের করতে হবে। মূল মালিকানায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবেই এক্ষেত্রে সহজতর হবে। সরকারি, বেসরকারি তথ্য সেবা আরও অবারিত করতে হবে। পাবলিক সেক্টরের কিছু সুফল আমরা পাচ্ছি। কিন্তু পুরোপুরি ডিজিটালাইজেশন হয়নি, সেটা করতে হবে।

গণমাধ্যম, নাগরিক সমাজ, যাদের লেখনী ও কণ্ঠে দুর্নীতিবিরোধী বিষয় উঠে আসে তাদের সুন্দর পরিবেশ সংকুচিত করা হয়েছে দাবি করে টিআইবি নির্বাহী বলেন, ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে। তথ্য প্রকাশ, তথ্য প্রাপ্তির পরিবেশ অবারিত করতে হবে। পরিপন্থি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব আইন বাতিল করতে হবে বা বিশ্লেষণপূর্বক সংশোধন করে তথ্য প্রবাহের পরিবেশ নিশ্চিত করতে হবে।

যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত কিংবা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আমাদের মতো দেশ থেকে যে অর্থ পাচার হয়, অর্থ বিদেশে চলে যায় তা কাম্য নয়। এটা হয় কারণ ন্যায়বিচার হয় না বা বিচারহীনতার কারণে। এই মেয়াদে মানি লন্ডারিংয়ের দুর্নীতির তথ্য ভয়ংকরভাবে উঠে এসেছে। কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখিনি।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করার কথা। কিন্তু আমরা বাস্তব কোনো উদ্যোগ দেখছি না। দেশে চলমান যে অবস্থা, তাতে দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্রয়-বিক্রয় খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। যারা ক্রয় করার সুযোগ পেয়েছিলেন তারা ব্যাপকভাবে সুযোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে গত ১০ বছর ধরে আলোচনা বেশি হচ্ছে। কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেই। যারা কোনো না কোনোভাবে ক্ষমতাবান বা ক্ষমতার অংশীদার তাদের দুর্নীতির কারণে জবাবদিহিতা মুখোমুখি করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমরা উদ্বেগের সঙ্গে দেখেছি, দুর্নীতির তথ্য ফাঁস করা কিংবা দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ করার কারণে উল্টো হয়রানি করা হয়েছে।

টিআইবির এই পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা হয়েও যারা দুর্নীতিবিরোধী অবস্থান নেন তাদের নানাভাবে হয়রানি, ব্যাকবেঞ্চ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির কারণে অভিযুক্ত কিংবা দুর্নীতিগ্রস্ত তাদের পুরস্কৃত করতে আমরা দেখেছি।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে করোনাকালে করোনা সংক্রান্ত খাতে বেশি দুর্নীতি হয়েছে। কোভিড সংক্রান্ত ক্রয়-বিক্রয় খাতে বেশি দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, সিপিআই ২০২২ অনুযায়ী ১০০ এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩; আর বাংলাদেশের স্কোর ২৫, যা ২০২১ এর তুলনায় এক পয়েন্ট কম। তাই দেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলেই প্রতীয়মান হয়। তবে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতার কারণে ‘বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত বা বাংলাদেশের অধিবাসীরা সবাই দুর্নীতি করে’ এ ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যদিও দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ, সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে কঠিনতম অন্তরায়, তথাপি দেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মাত্র।

সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য:

এ বছর সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য হলো— সংঘাত, শান্তি ও নিরাপত্তা। দুর্নীতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিকভাবে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দুর্নীতি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকা-— এমনকি সন্ত্রাসবাদের জন্যও উর্বর ভূমি তৈরি করে। কারণ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অপরাধীরা তাদের অবৈধ কর্মকা-ের ক্ষেত্রে সুবিধাভোগী করে।

ছবি

জবাবদিহিমূলক রাষ্ট্র সবার কাম্য: আলী রীয়াজ

ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধ: মতপ্রকাশের স্বাধীনতায় বাধা নয়, জানাল প্রধান উপদেষ্টার দপ্তর

ছবি

মাসের শেষ দিকে নিম্নচাপের আভাস, ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ

ছবি

সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ ধানমন্ডিতে গ্রেপ্তার

পারভেজ হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে টিনা

লম্বা ছুটির কবলে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি

জিআই সনদপ্রাপ্ত হাজরাপুরী লিচুমেলা বসেছে মাগুরায়

ছবি

বেরোবিতে ইউজিসির নিয়ম উপেক্ষা করে শিক্ষক নিয়োগ

ছবি

‘কোরবানির পশু পরিবহনে নৌপথে থাকবে কঠোর নিরাপত্তা’

দেশে যেসব কারণে বাড়ে প্লেনের সিটের দাম

ছবি

জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের সমবেত কণ্ঠ

ছবি

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি

এবার গুজরাট থেকে ৭৮ বাংলাদেশিকে পুশব্যাক, নির্যাতনের অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস

ভারত-পাকিস্তান যুদ্ধ: জয় দেখাতে ক্ষয় আড়াল

একাত্তরে যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে, আশা এনসিপির

ছবি

বাইসাইকেল কিনতে টাকা চুরি দেখে ফেলায় দুই খালাকে হত্যা

প্রজ্ঞাপন দেখে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে ইসি

আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন

হাসিনাই জুলাই হত্যার ‘নির্দেশদাতা’: ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন

ছবি

চলতি অর্থবছরে প্রবাসী আয়ে ২৭.৭০% প্রবৃদ্ধি, হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধি

ছবি

চিকিৎসা ব্যয়ের চাপ, বিদেশে ডলার নেওয়ার অনুমোদিত সীমা বাড়লো

ছবি

র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

ছবি

আওয়ামী লীগের নিবন্ধন: নিষিদ্ধের প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবে ইসি

ছবি

জুলাইয়ের দমন-পীড়নের ‘মাস্টারমাইন্ড ও হুকুমদাতা’ শেখ হাসিনা: ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন

ছবি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা

ছবি

দাবদাহ: ৭ পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর

বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেপ্তার

এক যুগ পর ভাইয়ের বাসায় খালেদা জিয়া

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে -ঢাকা রেঞ্জ ডিআইজি

ছবি

পাথারিয়ায় বনভূমি দখল, জীববৈচিত্র্য হুমকির মুখে

ছবি

ঝিকরগাছা ও গুরুদাসপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, এক কর্মীর মৃত্যু

ছবি

২৫ মে পেট্রোল পাম্প মালিকদের কর্মবিরতির ঘোষণা

ছবি

প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য জানাতে রাডার স্টেশন চালু

ছবি

সারাদেশে গরম চরমে, অতিষ্ঠ মানুষ ও প্রাণিকুল

‘ট্রেড বাস্কেটে’ সর্বোচ্চ গুরুত্ব যুক্তরাষ্ট্রের

tab

জাতীয়

দুর্নীতি কমাতে রাজনৈতিক অঙ্গনে দরকার বৈপ্লবিক পরিবর্তন : টিআইবি

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

রাজনৈতিক অঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। সরকারে থেকে বা সরকারি অবস্থানের বাইরে থেকে ক্ষমতার অপব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি অবস্থানকে ক্ষমতার লাইসেন্স বা রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখার সুযোগ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বৈশ্বিক সূচকের তথ্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক, দুদক, ব্যাংক খাত, অর্থনৈতিক সব খাতসহ আমাদের মৌলিক যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়ে চলেছে। দুর্নীতি কমাতে হলে, বৈশ্বিক সূচকে উন্নতি করতে হলে এসব প্রভাব থেকে বের করতে হবে। একইসঙ্গে তাদের দক্ষতা, উৎকর্ষতা, শুদ্ধাচারের মাধ্যমে সফল হওয়ার প্রত্যাশা করতে পারি।

টিআইবি নির্বাহী বলেন, একটা সিদ্ধান্তে কীভাবে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। দুদক সরকার কর্তৃক পরিচালিত তা আমরা বলতে চাই না। দুদকের মতো প্রতিষ্ঠান থেকে আমলাতান্ত্রিকতা থেকে বের হতে হবে। দুর্নীতির রাঘব-বোয়ালদের ধরার মতো বড় কোনো উদাহরণ তৈরি করতে পারেনি দুদকসহ অন্যান্য সংস্থা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ক্রমাগতভাবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব বেড়েছে। ব্যাপক পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংক খাতকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, প্রথমত হচ্ছে স্বচ্ছতা। বিশেষ করে অর্থনৈতিক স্বয়ংক্রিয় তথ্য লেনদেনের মাধ্যমে ব্যাংক সেক্টরে আন্তর্জাতিকভাবে স্বচ্ছতা অর্জন করা সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশও এক্ষেত্রে ব্যাংক খাতে স্ট্যান্ডার্ড নিয়ে এসেছে। আমরাই শুধু পারিনি। আমরা জবাবদিহিতা কেন নিশ্চিত করতে পারছি না? ব্যাংক খাতে স্ট্যান্ডার্ড মেইনটেইন না করার পেছনে ঋণ খেলাপি, অর্থ পাচারকারীদের চাপ আছে বলে মনে করি।

তিনি বলেন, একইসঙ্গে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। ইসলামি ব্যাংকের মূল মালিকানা গোপন রেখে কীভাবে অর্থ পাচার করা হয়েছে তা বের করতে হবে। মূল মালিকানায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবেই এক্ষেত্রে সহজতর হবে। সরকারি, বেসরকারি তথ্য সেবা আরও অবারিত করতে হবে। পাবলিক সেক্টরের কিছু সুফল আমরা পাচ্ছি। কিন্তু পুরোপুরি ডিজিটালাইজেশন হয়নি, সেটা করতে হবে।

গণমাধ্যম, নাগরিক সমাজ, যাদের লেখনী ও কণ্ঠে দুর্নীতিবিরোধী বিষয় উঠে আসে তাদের সুন্দর পরিবেশ সংকুচিত করা হয়েছে দাবি করে টিআইবি নির্বাহী বলেন, ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে। তথ্য প্রকাশ, তথ্য প্রাপ্তির পরিবেশ অবারিত করতে হবে। পরিপন্থি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব আইন বাতিল করতে হবে বা বিশ্লেষণপূর্বক সংশোধন করে তথ্য প্রবাহের পরিবেশ নিশ্চিত করতে হবে।

যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত কিংবা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আমাদের মতো দেশ থেকে যে অর্থ পাচার হয়, অর্থ বিদেশে চলে যায় তা কাম্য নয়। এটা হয় কারণ ন্যায়বিচার হয় না বা বিচারহীনতার কারণে। এই মেয়াদে মানি লন্ডারিংয়ের দুর্নীতির তথ্য ভয়ংকরভাবে উঠে এসেছে। কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখিনি।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করার কথা। কিন্তু আমরা বাস্তব কোনো উদ্যোগ দেখছি না। দেশে চলমান যে অবস্থা, তাতে দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্রয়-বিক্রয় খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। যারা ক্রয় করার সুযোগ পেয়েছিলেন তারা ব্যাপকভাবে সুযোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে গত ১০ বছর ধরে আলোচনা বেশি হচ্ছে। কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেই। যারা কোনো না কোনোভাবে ক্ষমতাবান বা ক্ষমতার অংশীদার তাদের দুর্নীতির কারণে জবাবদিহিতা মুখোমুখি করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে আমরা উদ্বেগের সঙ্গে দেখেছি, দুর্নীতির তথ্য ফাঁস করা কিংবা দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ করার কারণে উল্টো হয়রানি করা হয়েছে।

টিআইবির এই পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা হয়েও যারা দুর্নীতিবিরোধী অবস্থান নেন তাদের নানাভাবে হয়রানি, ব্যাকবেঞ্চ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির কারণে অভিযুক্ত কিংবা দুর্নীতিগ্রস্ত তাদের পুরস্কৃত করতে আমরা দেখেছি।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে করোনাকালে করোনা সংক্রান্ত খাতে বেশি দুর্নীতি হয়েছে। কোভিড সংক্রান্ত ক্রয়-বিক্রয় খাতে বেশি দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, সিপিআই ২০২২ অনুযায়ী ১০০ এর মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩; আর বাংলাদেশের স্কোর ২৫, যা ২০২১ এর তুলনায় এক পয়েন্ট কম। তাই দেশে দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলেই প্রতীয়মান হয়। তবে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতার কারণে ‘বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত বা বাংলাদেশের অধিবাসীরা সবাই দুর্নীতি করে’ এ ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যদিও দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ, সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে কঠিনতম অন্তরায়, তথাপি দেশের আপামর জনগণ দুর্নীতিগ্রস্ত নয়। তারা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী মাত্র।

সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য:

এ বছর সিপিআইয়ের বৈশ্বিক প্রতিপাদ্য হলো— সংঘাত, শান্তি ও নিরাপত্তা। দুর্নীতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিকভাবে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দুর্নীতি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকা-— এমনকি সন্ত্রাসবাদের জন্যও উর্বর ভূমি তৈরি করে। কারণ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে অপরাধীরা তাদের অবৈধ কর্মকা-ের ক্ষেত্রে সুবিধাভোগী করে।

back to top