image

২৪ ঘন্টায় ১২ জন কোভিডে আক্রান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘন্টায় ১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ সয়ের মধ্যে কোনও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, আজ বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৭১ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৬৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৪৪২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৯২২ জন।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০ জনই ঢাকা জেলার। এর বাইরে পাবনায় আরও দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৮ লাখ।

‘জাতীয়’ : আরও খবর

» কারান্তরীণ সাবেক মেয়র আতিক ও স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

» শিক্ষার্থীদের জনকল্যাণে অবদান রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার

» এবারের নির্বাচন ‘লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার’: ইসি সানাউল্লাহ

» সাবেক ভূমি মন্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ২৭ হাজার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ২৬৮

» ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

» মনোনয়নপত্র বাতিল: ইসিতে আপিলের আরও ১৩১ আবেদন

সম্প্রতি