কাতার বিশ্বকাপ: মৃত বাংলাদেশি শ্রমিকদের তালিকা প্রস্তুতের আদেশ স্থগিত

বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানববেতর পরিস্থিতে কাজ করতে গিয়ে নিহত শ্রমিকদের তালিকা প্রস্তুতে হাইকোর্টের আদেশ ৬ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান।

কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে নিহত শ্রমিকদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের জন্য গত ৩০ জানুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলায়কে এই তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

একইসঙ্গে এ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশের সাড়ে চারশ শ্রমিক মৃত্যু হয়ে থাকে, তাহলে কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এরআগে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানবেতর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের অন্তত ৪৫০ শ্রমিকের মৃত্যু হয়েছে দাবি করে ওই শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান জনস্বার্থে গত ১৩ ডিসেম্বর এই রিট দায়ের করেন।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি