image

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

রোববার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের হজের নিবন্ধন শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে উভয়ভাবেই একই দিন শুরু হয়ে নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

আজ রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় এবারের মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি