image

বইমেলায় স্টল বরাদ্দ চেয়ে আদর্শ প্রকাশনীর রিটের শুনানি আগামীকাল

নিজস্ব বার্তা প্রতিনিধি :

অমর একুশে বইমেলায় প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা মামলার শুনানি আগামীকাল মঙ্গলবার। রিটকারীর পক্ষে আজ দ্রুত শুনানির আবেদন করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্টে বেঞ্চে এর শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রাহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন।

রিট আবেদনে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রকাশনীটিকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলায় পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাকলিস্টেড নয়। তাদের এমন সিদ্ধান্ত ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী কোনও বৈধতা নেই। একইসঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানে প্রদত্ত বাকস্বাধীনতার বিরোধী।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি