image

আরাভ ‘খুনের আসামি’ জেনেও দুবাই যান সাকিব আল হাসান: ডিবি

সংবাদ অনলাইন রিপোর্ট

দুবাইয়ের স্বর্ণালংকারের দোকান আরাভ জুয়েলার্সের মালিক ‘আরাভ খান’ এর আসল নাম যে রবিউল ইসলাম। তিনি যে এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি- এ তথ্য সাকিব আল হাসানকে জানানো হয়েছিল বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তার পরও তাকে দুবাইয়ে যাওয়া থেকে বিরত রাখা যায়নি, বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার দুবাইয়ে আরাভ খানের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব। ওই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের আরও কয়েকজনও ছিলেন।

ডিবি কর্মকর্তা হারুন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “সাকিব আল হাসানসহ অন্যান্যদের জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন, তা আমি জানি না। এটা দুঃখজনক।

“আমরা এত করে বলার পরেও তারা আরাভ খানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা তারা কেন করেছেন জানি না।”

নানা ধরনের আলোচনার মধ্যেও এই অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে সাকিব কোনো বক্তব্য দেননি। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়েকবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে তাকে ফোন করলেও তিনি ধরেননি, এসএমএস পাঠালেও সাড়া দেননি।

আরাভের গয়নার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব ছাড়াও আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি, ইউটিউবার হিরো আলম।

আরাভ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিলাসবহুল গয়নার দোকান কীভাবে দিলেন, সেই প্রশ্ন ওঠার পাশাপাশি অনেকে এটাও জানতে চাইছে, তারকাদের তিনি ভেড়ালেন কী করে?

‘জাতীয়’ : আরও খবর

» আইসিজেতে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের বিচার শুরু

সম্প্রতি