image

সুপ্রিম কোর্টে পুলিশি হামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রোববার, ১৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে পুলিশি হামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বিএনপির প্যানেলের প্রার্থীরা।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, ডিবি প্রধান ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে দুইদিনই বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

এরমধ্যে প্রথমদিন পুলিশি হামলায় আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হয়েছিলেন।

এছাড়াও নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করলেও ভোট দান থেকে বিরত থেকেছেন বলে জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোট গ্রহণের দাবি করে আসছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি