image

নারী গ্রাহকদের বিদুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি

রোববার, ১৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

আজ শ্যামলী এনওসিএস-এ গৃহে অবস্থানরত নারীদের সাশ্রয়ী ও নিরাপদ বিদুৎ ব্যবহারে সচেতনতা সৃষ্টির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্যামলী এনওসিএস’র প্রচুর নারী গ্রাহক যোগদান করে। নারী গ্রাহকদের নিরাপদ ও সাশ্রয়ী বিদুৎ ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

ডিপিডিসি’র ডিজিএম, এইচ আর নূর কামরুন নাহার এবং এনও সিএস শ্যামলীর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গ্রাহদের পরামর্শ প্রদান ও মত বিনিময় করেন।

গ্রাহকদের এ এসময় বিদুৎ বিল পরিশোধে কোনো সমস্যা আছে কি না সে বিষয়ে জানানোর জন্য বলা হলে গ্রাহকরা নানা বিষয়ে তাদের মত প্রদান করেন।

গ্রাহকদের মধ্যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকেও বেশ কিছু নারী গ্রাহক অংশগ্রহণ করে। গ্রাহকরা প্রিপেইড মিটার ও কার্ড সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং পরামর্শও গ্রহণ করেন।

এসময় তারা ডিপিডিসির সেবা নিয়ে সন্তষ্টি প্রকাশ করেন এবং এই আলোচনা সভার মাধ্যম্যে তারা বেশ উপকৃত হয়েছেন বলে জানান।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি