image

আরাভ দুবাই পুলিশের নজরদারিতে আছে : রাষ্ট্রদূত

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে পুলিশ কর্মকর্তা খুনের আসামি হয়ে পালিয়ে আমিরাতে আরাভ খান নামে থাকা রবিউল ইসলাম দুবাই পুলিশের নজরদারিতে রয়েছে বলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন।

আরাভ আমিরাতে গ্রেপ্তার হয়েছেন, এমন খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে তিনি একইসঙ্গে বলেছেন, আরাভের বিষয়টি আমিরাতকে জানানো হয়েছে।

পাঁচ বছর আগে ঢাকায় পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যামামলায় আসামি রবিউল যে আরাভ খান নামে দুবাইয়ে, তা সম্প্রতি প্রকাশ পায় সেখানে আরাভ জুয়েলার্স উদ্বোধনকালে।

সেই অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের তারকারা ছুটে গেলে পুলিশ নিশ্চিত হয়, এই আরাভই এসবির পরিদর্শক মামুন হত্যার আসামি রবিউল।

আরও জানা যায়, মামলার পর রবিউল ভারতে পালিয়ে গিয়েছিলেন। পরে আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট করিয়ে দুবাইয়ে পাড়ি জমান।

এসব খবর প্রকাশের পর আরাভকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ জারি উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

সেই নোটিস জারির পরদিন মঙ্গলবার দুবাইয়ে আরাভ গ্রেপ্তার হয়েছেন বলে খবর আসে কয়েকটি সংবাদ মাধ্যমে।

তার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার সাংবাদিকদের প্রশ্নে বলেন, “না, অ্যারেস্ট হয়নি।”

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর গণমাধ্যমকে বলেন, “আমরাও শুনেছি এ ধরনের কথা বার্তা। কিন্তু কোনো সোর্স থেকে নিশ্চিত হওয়া যায়নি। একটি বিষয় জানা গেছে সে দুবাই পুলিশের সার্ভিলেন্সে আছে।”

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি