রমজান মাসে হজযাত্রীদের একাধিকবার ওমরাহ পালন না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৭মার্চ) আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের সবাই যাতে ওমরাহ পালন করতে পারেন এবং ভিড় যাতে কম হয় সেজন্য প্রত্যেককে একাধিকবার ওমরাহ পালন না করার আহ্বান জানানো হয়েছে।
করোনা মহামারির আগে মক্কায় হজযাত্রীদের অতিরিক্ত ভিড়ে চাপে পড়তে হয়েছিল সৌদি কর্তৃপক্ষকে। হজ পালনকালে হাজিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সেই লক্ষ্য নিশ্চিতেই কাজ করে সৌদি কর্তৃপক্ষ।
হজের সময়কাল ছাড়া বছরের যেকোনো সময়েই মক্কায় ওমরাহ পালন করতে যেতে পারেন আগ্রহীরা। রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান বিপুল সংখ্যক মুসলিম।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা