????? ????? ??? ??????????

৯৯৯ ফোন করে আটকে পড়া ১২ চীনা নাবিক উদ্ধার

বুধবার, ২৯ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

https://sangbad.net.bd/images/2023/March/29Mar23/news/999-pic-4.jpeg

বঙ্গোপসাগরে স্পীটবোড উল্টে ১২ চীনা নাবিক সাগরে আটকে পড়েন। মঙ্গলবার বিকেলে চট্রগ্রামের উপকূলীয় ভাটিয়ারী এলাকায় এই ঘটনা ঘটে।

অবশেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক কোস্টগার্ডের উদ্ধারকারি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করছে। আজ বুধবার জাতীয় জরুরি সেবার ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে এই সব তথ্য জানানো হয়েছে।

https://sangbad.net.bd/images/2023/March/29Mar23/news/999-pic-1.jpeg

জাতীয় জরুরি সেবার ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান,মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরে চট্রগ্রামের ভাটিয়ারী উপকূলে একটি লাইটার জাহাজ থেকে একজন নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান,চীনা পতাকাবাহী মাদার ভেসেল ক্যাং হুয়ান-১ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অপেক্ষা করছিল। ‘মাদার ভেসেল থেকে ১২জন চীনা নাগরিক একটি স্পীডবোট নিয়ে সাগরে নামার সময় তাঁর ছিড়ে সাগরে পড়ে স্পীটবোর্ড উল্টে যায়। তখন দুই,একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা সবাই বোটের ভিতর আটকা পড়ে যায়।

https://sangbad.net.bd/images/2023/March/29Mar23/news/999-pic-2%20%281%29.jpeg

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ পক্ষ তাৎক্ষণিক ভাবে ফোনটি রিসিভ করে কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে ঘটনা জানিয়ে দ্রুত উদ্ধারের জন্য জানায় ,খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারি দল দ্রুত নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

কোস্টগার্ডের পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন্স লেঃ কমান্ডার রাসেল মিয়া জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি