image

আরও ৫ জন করোনায় আক্রান্ত

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত এক দিনে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। আক্রান্ত সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭২০টি নমুনা পরীক্ষা করে ৫ রোগী শনাক্ত হয়েছে। এতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৬৯ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪০ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ২৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৫৪৬ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

‘জাতীয়’ : আরও খবর

» স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সম্প্রতি