image

২৪ ঘন্টায় ২৮ জন করোনায় আক্রান্ত

শুক্রবার, ২৬ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত এক দিনে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৪৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৮ রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ২৫ শতাংশ ছিল।

আজ শুক্রবার অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৮৩ জন। গত একদিনে শনাক্ত রোগীদের ২২ জন ঢাকার বাসিন্দা। এর বাইরে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৫৯ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

‘জাতীয়’ : আরও খবর

» শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সম্প্রতি