image

আরও ৬১ জন করোনায় আক্রান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯২৯টি নমুনা পরীক্ষা করে এসব নতুন রোগী শনাক্ত হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৮ রোগী।আজকের দিনে শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই রয়েছে, ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৫৭ জনই ঢাকার বাসিন্দা। অন্য চারজন সিলেটের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি