image

সব নির্বাচন গাজীপুরের মতই সুষ্ঠু হবে : সিইসি

রোববার, ২৮ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তাদের মেয়াদে যত নির্বাচন হবে, তার সবগুলোই গাজীপুরের মত ‘একই মানের’ করার চেষ্টা থাকবে।

বর্তমান কমিশনের সময়ে কোনো নির্বাচন নিয়ে ভোটার বা কোনো পক্ষ থেকে প্রশ্ন ওঠেনি দাবি করে তিনি বলেছেন, তাদের দায়িত্ব হল সবার জন্য সমান সুযোগ তৈরি করা; সেটা তারা করে যাচ্ছেন।

সরকারের পক্ষ থেকে কোনো ‘চাপ নেই’ এবং স্বাধীনভাবে কাজ করছেন বলেও দাবি করেছেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, যারা সমালোচনা করার, তারা তা করেই যাবেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কশিমনার আলমগীর।

তিনি বলেন, “শুধু গাজীপুর কেন, আমাদের সময়ে যত নির্বাচন হবে, সবগুলো একই মানের করার চেষ্টা করব।

“আমরা সবসময় বলেছি যে, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হল যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে, তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া। যেটা আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য সমান মাঠ রাখব। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।”

কাজী রকিবউদ্দিন এবং পরে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন দুটি নির্বাচন কমিশনের আয়োজন করা বিভিন্ন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল।

এর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের বর্তমান কমিশন।

গত সোয়া এক বছরে তিনটি সিটি করপোরেশন ছাড়াও স্থানীয় সরকারে বেশ কিছু এলাকায় ভোটের আয়োজন হয়েছে। জাতীয় সংসদের কয়েকটি আসনে উপনির্বাচনও হয়েছে এই সময়ে।

এই ভোট নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের বিতর্ক হয়নি। সরকারি দলের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে একাধিক ঘটনায় কঠোর হয়েছে নির্বাচন কমিশন। সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট কক্ষে অননুমোদিত ব্যক্তির উপস্থিতি দেখে নির্বাচন বাতিলের মত সিদ্ধান্তও এসেছে।

তিন সিটি রংপুর, কুমিল্লা ও সবশেষ গাজীপুর সিটি করপোরেশনেও ভোট হয়েছে শান্তিপূর্ণ। ভোটার বা কোনো পক্ষ থেকেই ভোট নিয়ে তেমন কোনো আপত্তি আসেনি।

আগামী জাতীয় নির্বাচনের আগে আরও চারটি মহানগরে ভোটের আয়োজন চলছে। এর মধ্যে ২৫ মে গাজীপুরে ভোট হয়েছে। খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোটের তারিখ রয়েছে।

সবগুলো শহরেই গাজীপুরের মত ‘ভালো’ নির্বাচন করার আশ্বাস দিয়ে মো. আলমগীর বলেন, “(গাজীপুরে) নির্বাচন সুষ্ঠু হয়েছে, সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবার সমান দায়িত্বপালন করার জন্য এবং ন্যায়সঙ্গত দায়িত্বপালন করার কারণে এটা সম্ভব হয়েছে।”

নির্বাচন কমিশনের সক্ষমতা বেড়েছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “আমাদের সক্ষমতা আগে যেমন ছিল, এখনো তেমনি আছে। বাড়েওনি, কমেওনি।

“আমরা আসার পর যতগুলো নির্বাচন হয়েছে, সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। যারা সমালোচনা করেন তারা তো সমালোচনা করবেনই। তারা ভালো হলেও করেন, খারাপ হলেও করেন। তারা সমালোচনা করবেনই।”

যারা ভোট দিয়েছেন, কেন্দ্রে ছিলেন তারা কেউ বিরুদ্ধে কিছু ‘বলছেন না’ বলেও মন্তব্য করেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» প্রথম আলো ও ডেইলি স্টার ভবন ‘ধ্বংসস্তূপ’, এখনো উড়ছে ধোঁয়া

» ঐতিহ্য সুরক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা তুলে ধরলো ইউনেস্কো

» বাংলাদেশের জলসীমা থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

» বায়দূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু: বিশ্বব্যাংক

» নির্বাচন: দেশের সব ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

» কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশ

» বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি: জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করার প্রস্তাব করেছিল

» বাংলা একাডেমি পুরস্কার পেলেন ৯ জন

» নির্বাচন: পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

সম্প্রতি