সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ মে ২০২৩

সংসদ নির্বাচনে ভালো ভোট করার সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে : রাশেদা সুলতানা

image

সংসদ নির্বাচনে ভালো ভোট করার সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে : রাশেদা সুলতানা

সোমবার, ২৯ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

সংসদ নির্বাচনে ব্যালটে ভালো ভোট করার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, কোথাও অনিয়ম হলে পরিস্থিতি বুঝে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসময় তিনি সিটি করপোরেশন নির্বাচনে না পেলেও জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, “সবাই ভোটে এলে আমরা অবশ্যই ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন পাব।… আহ্বান করি যারা নির্বাচনে আসছেন না, তারা আসুক, নির্বাচন করুক।”

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলো আগামী জাতীয় নির্বাচন বর্জনের হুমকি দিয়ে রেখেছে। একই দাবিতে ২০১৪ সালে তারা ভোট বর্জন করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল। তবে ২০১৮ সালে দলীয় সরকারের অধীনেই ভোটে অংশ নেয়। এবার পুরনো দাবিতে ফিরে গেছে তারা।

সবাইকে ভোটে চাইলেও সেটি নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার ‘সুযোগ নেই’ বলে এক প্রশ্নে মন্তব্য করেন রাশেদা। তিনি বলেন, নির্বাচনে কে আসবে, কে আসবে না– এটা তাদেরই ব্যাপার।

“যিনি প্রার্থী হবেন বা হতে চান না, এটা একদমই নিজস্ব ব্যাপার। নির্বাচন কমিশনের ওইভাবে কাউকে আনার সুযোগ নেই। কেউ না এলেও নির্বাচন করতে হবে। এজন্য তো আমরা স্টপ হয়ে যেতে পারি না।”

সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশ্বাস দেন রাশেদা। তিনি বলেন, “সনাতন পদ্ধতিতে যেটা আগে থেকে হয়ে আসছে, ব্যালটে পেপারে ভোট, এগুলো যেন আমরা আরো সুন্দরভাবে করতে পারি, সেজন্য আমরা পন্থা অবলম্বন করব। যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নেব।”

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচনে কতটুকু কী হয়েছে, জনগণ তার রায় দিয়ে দেবে। কমিশন চায়-যতগুলো নির্বাচন হবে, সবগুলো যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানুষ যেন আসে এবং ভোট দিয়ে চলে যেতে পারে এটাই প্রধান উদ্দেশ্য।

“সিটি কেন, জাতীয় নির্বাচনেও আমরা একই নীতিতে থাকব। পরিস্থিতি ডিমান্ড করলে আমরা আরো কঠোর হব। আমাদের একটাই ইচ্ছা– অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব।”

‘জাতীয়’ : আরও খবর

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ