alt

ডেঙ্গু বেড়েছে ৬ গুণ, সতর্ক থাকার পরামর্শ

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২৯ মে ২০২৩

https://sangbad.net.bd/images/2023/May/29May23/news/dengu-2.jpg

বিগত কয়েকদিন ধরেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ একদিনে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে সোমবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৮৪৩ জন। অন্যদিকে গত বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৩২০ জন। এ হিসাবে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড গত বছরের তুলনায় এবার রোগীর সংখ্যা বেড়ে প্রায় ছয়গুণ। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আসছে বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, বর্তমান আবহাওয়া ও পরিবেশ ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য অনুকূলে আছে। এডিস মশার সংখ্যা এখনই না কমাতে পারলে ভাইরাসবাহী মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এখন যে ওষুধ ছিটানো হয়, তাতে প্রায় ১০ থেকে ১৫ ভাগ মশাও মরে না। একবার ভাইরাসবহনকারী মশা বেড়ে গেলে আর কন্ট্রোল করা কষ্টকর হবে।

এলাকাভিত্তিক পাড়া প্রতিবেশীসহ সবাইকে নিয়ে এখন মশা দমন করা জরুরি হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা জানান। এছাড়া নির্মাণাধীন ভবনের মালিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে মশা দমন করা দরকার। তা না হলে মৃত্যুর সংখ্যা এখন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

https://sangbad.net.bd/images/2023/May/29May23/news/dengu-1.jpg

ডেঙ্গু আক্রান্তের ভিড় মুগদা মেডিকেল হাসপাতালে-সংবাদ

এদিকে ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ার চিত্র তুলে ধরে দেশবাসীকে এডিস মশাবাহিত এই রোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডেঙ্গু বেড়ে গেছে। এ বিষয়ে আমরা, আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘মে মাস পর্যন্ত ১৭০৪ ডেঙ্গু রোগী আমরা পেয়েছি। মৃত্যু হয়েছে ১৩ জনের এবং আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি, এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ, গত বছরের তুলনায়। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।’

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৮ জন ও ঢাকার বাইরে ১৪ জন। এ হিসাবে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্তের হার ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্ব মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি ১৯৮ জন। আর অন্যান্য বিভাগে বর্তমানে রোগী ভর্তি ২৮ জন। এ হিসাবে ৮৭ শতাংশ রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন।

হাসপাতালের তথ্যমতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬ জন। মিটফোর্ড হাসপাতালে ২৬ জন। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ৫ জন ভর্তি আছে। এই ভাবে সরকারি হাসপাতালে ভর্তি আছে ১২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার পর্যন্ত ঢাকায় ১ হাজার ২৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৭ জন ও ঢাকার বাইরে ৫৭৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ মারা যাননি বলে জানিয়েছে কন্ট্রোল রুম।

অভিযোগ রয়েছে, এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নানাভাবে উদ্যোগ নিলেও পাড়া-মহল্লায় তেমন কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। হাউজিং সোসাইটিগুলোতে যত্রতত্র পানি ফেলা হচ্ছে। গাড়ি ধোয়া হচ্ছে। নিয়ম কানুন কিছুই মানা হচ্ছে না। ফুলের টব, পানি, ডাবেল খোসা ফেলে রাখা হয়। থেমে থেমে বৃষ্টির কারণে ডাবেল খোসায় পানি জমে সেখানে মশা ডিম পাড়ে ও প্রজনন ও বংশ বিস্তার ঘটছে।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন সংবাদকে জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে। হাসপাতালে যাতে যেতে না হয়। দরকার হলে দুই থেকে ৩ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে মশা মারতে হবে। মানুষকে বিচ্ছিন্নভাবে বললে সচেতন হয় না। সবাইকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। কোভিড-১৯ মোবাবিলার মতো ডেঙ্গু মোকাবিলায় কাজে করলে উপকৃত হবে। বছর শেষ হলে সবাই ভুলে যায়। এখন ডেঙ্গু সারা বছরই থাকে। তাই মশা দমন করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গুজ্বরের বাহক এখন রাজধানী থেকে গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত কোন ব্যক্তি শহর থেকে গ্রামে গেলে সেখানে তাকে যদি মশা কামড় দেয়। সেই মশা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর ওই মশা নতুন করে কাউকে কামড় দিলে সেও আক্রান্ত হয়। এই ভাবে সারাদেশে ডেঙ্গুভাইরাস ছড়িয়ে পড়েছে।

সূত্র মতে, এখন শহর থেকে গ্রাম পর্যন্ত নির্মাণাধীন বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা প্রজনন ও বংশ বিস্তার ঘটে। এই ভাবে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, মশার ওষুধ এখন অনেক এলাকায় ছিটানো হয় না। অভিযাত এলাকাগুলোতে মশার ওষুধ দেয়া হলেও অনেক এলাকায় নজরে পড়ে না। হাসপাতালের তথ্য মতে, মুগদা ও মিটফোর্ড হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। ওই সব এলাকায় প্রতিদিন আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মশা বিশ্বের বিভিন্ন দেশে আছে। তবে অনেক দেশে মশা দমনে আলাদা বিভাগও রয়েছে। তারা বছরজুড়ে মশা দমনে ওষুধ দেয়া থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন সবই করছে। আর তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বাংলাদেশ উন্নত থেকে স্মার্ট যুগে গেলেও মশা দমনে এখনও পিছিয়ে আছে বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর মশার কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে, আবার মারা যাচ্ছেন। কোন মতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

বর্ষা আসতে না আসতে এই বছর মশা বাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ইতোমধ্যে বেড়েছে। সেখানে ক্যাম্পগুলোতে যত্রতত্র পানি ফেলে রাখার কারণ সেখানে মশা প্রজনের হটস্পটে পরিণত হয়েছে। ঢাকার পরে কক্সবাজারে মশার উপদ্রব বেশি। পর্যটক এলাকাগুলোতে মশা দমনে তেমন তৎপরতা নেই। সর্বত্র মশা।

কয়েকজন পর্যটক বলেন, দিনে রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেল জুনে মশার ওপর লাগামহীনভাবে বাড়ছে। বছরজুড়ে বাড়লে মশা মারার তেমন উদ্যোগ নেই। এই বছর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ছবি

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রলেন ১৭০ বাংলা‌দে‌শি

ছবি

ভারতকে চিঠি দেবে সরকার

ছবি

যা বললো ভারত

ছবি

রাষ্ট্রনিযুক্ত হাসিনার আইনজীবী

ছবি

প্রধান কৌঁসুলি ও অ্যাটর্নি জেনারেল

ছবি

‘ঐতিহাসিক’ রায়: সরকার ও উপদেষ্টাদের প্রতিক্রিয়া

ছবি

হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ছবি

ডেঙ্গু আক্রান্ত ৮৬ হাজার ছাড়িয়েছে: একদিনে আরও ১০০৭ জন হাসপাতালে

ছবি

জুলাই আন্দোলনের রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া, প্রত্যর্পণে ঢাকার পুনর্ব্যক্ত আহ্বান

ছবি

মৃত্যুদণ্ডের রায় নিয়ে ক্ষোভ—‘ন্যায্য সুযোগ পাইনি’, অভিযোগ শেখ হাসিনার

ছবি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড: জনগণকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

ছবি

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত সরকারের

ছবি

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ড

ছবি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আইসিটি-১ এর রায় ঘোষণা

ছবি

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টা: শেখ হাসিনাসহ দুইজনকে মৃত্যুদণ্ড, প্রত্যার্পনের জন্য ভারতকে চিঠি পাঠানো হবে

ছবি

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি

বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে জনবল নিয়োগ চুক্তি সই

ছবি

‘জুলাই শহীদদের’ পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ আনা হচ্ছে: আসিফ মাহমুদ

ছবি

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

ছবি

আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আর্মি অর্ডন্যান্স কোর: সেনাপ্রধান

ছবি

শেখ হাসিনার মামলার রায় সোমবার

ছবি

একদিনে পুলিশের ৩৬ কর্মকর্তার ব্যাপক রদবদল

ছবি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ জন

ছবি

সৈয়দপুরে রেলওয়ে কারখানায় কাটছে না কাঁচামালের সংকট

ছবি

আওয়ামী লীগ ফেইসবুক ভিত্তিক দলে পরিণত হয়েছে: ফেইসবুক পোস্টে প্রেস সচিব

ছবি

পুলিশ নামছে নতুন পোশাকে

ছবি

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান উপদেষ্টার

ছবি

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির সংলাপ কাল

ছবি

নির্বাচন ঘিরে দেশজুড়ে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে

ছবি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২ জন

ছবি

৫ আগস্টের পেছনে যুক্তরাষ্ট্র ‘বিশ্বাস করেন না’ শেখ হাসিনা

ছবি

বিকল্প শক্তির উত্থানে ‘জাতীয় কনভেনশন’ করবে বাম ঘরানার দলগুলো

ছবি

‘কাদিয়ানি’দের অমুসলিম ঘোষণার দাবিতে বছরব্যাপী কর্মসূচি খতমে নবুওয়তের

ছবি

ডেঙ্গু : রামেকে দুইজনের মৃত্যু পুঠিয়ায় সংক্রমণের শঙ্কা

ছবি

পটুয়াখালী ও বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

tab

ডেঙ্গু বেড়েছে ৬ গুণ, সতর্ক থাকার পরামর্শ

সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ মে ২০২৩

https://sangbad.net.bd/images/2023/May/29May23/news/dengu-2.jpg

বিগত কয়েকদিন ধরেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ একদিনে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে সোমবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৮৪৩ জন। অন্যদিকে গত বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৩২০ জন। এ হিসাবে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড গত বছরের তুলনায় এবার রোগীর সংখ্যা বেড়ে প্রায় ছয়গুণ। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আসছে বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞরা জানান, বর্তমান আবহাওয়া ও পরিবেশ ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য অনুকূলে আছে। এডিস মশার সংখ্যা এখনই না কমাতে পারলে ভাইরাসবাহী মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এখন যে ওষুধ ছিটানো হয়, তাতে প্রায় ১০ থেকে ১৫ ভাগ মশাও মরে না। একবার ভাইরাসবহনকারী মশা বেড়ে গেলে আর কন্ট্রোল করা কষ্টকর হবে।

এলাকাভিত্তিক পাড়া প্রতিবেশীসহ সবাইকে নিয়ে এখন মশা দমন করা জরুরি হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা জানান। এছাড়া নির্মাণাধীন ভবনের মালিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে মশা দমন করা দরকার। তা না হলে মৃত্যুর সংখ্যা এখন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

https://sangbad.net.bd/images/2023/May/29May23/news/dengu-1.jpg

ডেঙ্গু আক্রান্তের ভিড় মুগদা মেডিকেল হাসপাতালে-সংবাদ

এদিকে ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ার চিত্র তুলে ধরে দেশবাসীকে এডিস মশাবাহিত এই রোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডেঙ্গু বেড়ে গেছে। এ বিষয়ে আমরা, আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘মে মাস পর্যন্ত ১৭০৪ ডেঙ্গু রোগী আমরা পেয়েছি। মৃত্যু হয়েছে ১৩ জনের এবং আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি, এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ, গত বছরের তুলনায়। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।’

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৮ জন ও ঢাকার বাইরে ১৪ জন। এ হিসাবে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্তের হার ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্ব মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি ১৯৮ জন। আর অন্যান্য বিভাগে বর্তমানে রোগী ভর্তি ২৮ জন। এ হিসাবে ৮৭ শতাংশ রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন।

হাসপাতালের তথ্যমতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬ জন। মিটফোর্ড হাসপাতালে ২৬ জন। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ৫ জন ভর্তি আছে। এই ভাবে সরকারি হাসপাতালে ভর্তি আছে ১২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার পর্যন্ত ঢাকায় ১ হাজার ২৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৭ জন ও ঢাকার বাইরে ৫৭৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ মারা যাননি বলে জানিয়েছে কন্ট্রোল রুম।

অভিযোগ রয়েছে, এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নানাভাবে উদ্যোগ নিলেও পাড়া-মহল্লায় তেমন কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। হাউজিং সোসাইটিগুলোতে যত্রতত্র পানি ফেলা হচ্ছে। গাড়ি ধোয়া হচ্ছে। নিয়ম কানুন কিছুই মানা হচ্ছে না। ফুলের টব, পানি, ডাবেল খোসা ফেলে রাখা হয়। থেমে থেমে বৃষ্টির কারণে ডাবেল খোসায় পানি জমে সেখানে মশা ডিম পাড়ে ও প্রজনন ও বংশ বিস্তার ঘটছে।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন সংবাদকে জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে। হাসপাতালে যাতে যেতে না হয়। দরকার হলে দুই থেকে ৩ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে মশা মারতে হবে। মানুষকে বিচ্ছিন্নভাবে বললে সচেতন হয় না। সবাইকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। কোভিড-১৯ মোবাবিলার মতো ডেঙ্গু মোকাবিলায় কাজে করলে উপকৃত হবে। বছর শেষ হলে সবাই ভুলে যায়। এখন ডেঙ্গু সারা বছরই থাকে। তাই মশা দমন করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গুজ্বরের বাহক এখন রাজধানী থেকে গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত কোন ব্যক্তি শহর থেকে গ্রামে গেলে সেখানে তাকে যদি মশা কামড় দেয়। সেই মশা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর ওই মশা নতুন করে কাউকে কামড় দিলে সেও আক্রান্ত হয়। এই ভাবে সারাদেশে ডেঙ্গুভাইরাস ছড়িয়ে পড়েছে।

সূত্র মতে, এখন শহর থেকে গ্রাম পর্যন্ত নির্মাণাধীন বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা প্রজনন ও বংশ বিস্তার ঘটে। এই ভাবে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, মশার ওষুধ এখন অনেক এলাকায় ছিটানো হয় না। অভিযাত এলাকাগুলোতে মশার ওষুধ দেয়া হলেও অনেক এলাকায় নজরে পড়ে না। হাসপাতালের তথ্য মতে, মুগদা ও মিটফোর্ড হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। ওই সব এলাকায় প্রতিদিন আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মশা বিশ্বের বিভিন্ন দেশে আছে। তবে অনেক দেশে মশা দমনে আলাদা বিভাগও রয়েছে। তারা বছরজুড়ে মশা দমনে ওষুধ দেয়া থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন সবই করছে। আর তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বাংলাদেশ উন্নত থেকে স্মার্ট যুগে গেলেও মশা দমনে এখনও পিছিয়ে আছে বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর মশার কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে, আবার মারা যাচ্ছেন। কোন মতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

বর্ষা আসতে না আসতে এই বছর মশা বাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ইতোমধ্যে বেড়েছে। সেখানে ক্যাম্পগুলোতে যত্রতত্র পানি ফেলে রাখার কারণ সেখানে মশা প্রজনের হটস্পটে পরিণত হয়েছে। ঢাকার পরে কক্সবাজারে মশার উপদ্রব বেশি। পর্যটক এলাকাগুলোতে মশা দমনে তেমন তৎপরতা নেই। সর্বত্র মশা।

কয়েকজন পর্যটক বলেন, দিনে রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেল জুনে মশার ওপর লাগামহীনভাবে বাড়ছে। বছরজুড়ে বাড়লে মশা মারার তেমন উদ্যোগ নেই। এই বছর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

back to top