‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা
প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, ‘বিশুদ্ধ তথ্য সম্বলিত গভীরতর অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর।’ আগামীতে তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহ্বান করেন তিনি।
গতকাল রাজধানীর আগারগাঁও এ তথ্য কমিশন কার্যালয়ে ‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিত করা ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সুচিন্তিত মতামত নেওয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
ডক্টর আবদুল মালেক এর সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
কর্মশালায় প্রধান তথ্য কমিশনার বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। দেশ ক্রমাগত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার প্রধান সোপান হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা যার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। কর্মশালা সঞ্চালনা করেন তথ্য কমিশনরে সচিব (রুটিন দায়িত্ব) ড. মোঃ আঃ হাকিম। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রধান প্রতিবেকদের অংশগ্রহণে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা
বুধবার, ৩১ মে ২০২৩
প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, ‘বিশুদ্ধ তথ্য সম্বলিত গভীরতর অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর।’ আগামীতে তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহ্বান করেন তিনি।
গতকাল রাজধানীর আগারগাঁও এ তথ্য কমিশন কার্যালয়ে ‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিত করা ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সুচিন্তিত মতামত নেওয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
ডক্টর আবদুল মালেক এর সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
কর্মশালায় প্রধান তথ্য কমিশনার বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। দেশ ক্রমাগত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার প্রধান সোপান হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা যার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। কর্মশালা সঞ্চালনা করেন তথ্য কমিশনরে সচিব (রুটিন দায়িত্ব) ড. মোঃ আঃ হাকিম। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রধান প্রতিবেকদের অংশগ্রহণে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।