বর্তমান সরকার টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকাকালীন দেশে ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যাননি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থ মন্ত্রণালয় আয়োজিত ‘বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে’ কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘২০০৬ থেকে ২০০৮ সালে এদেশে দুর্ভিক্ষ হতো। উত্তরবঙ্গের অনেক মানুষ না খেয়ে মারা যেতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে একজন মানুষও না খেয়ে মারা যাননি। সংবাদপত্রের কোনো নিউজেও এমন তথ্য দেখিনি। অথচ একটা সময় প্রতি বছর ৮-১০ জন না খেয়ে মারা যেতেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খাদ্যবান্ধব নানা কর্মসূচি করছি। এক কোটি পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছি। টিসিবির মাধ্যমে তেল-চিনি দেওয়া হচ্ছে। বাজেটের পরও চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। একজন মানুষও যেন কষ্ট না পায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করেছি।’
নগর-মহানগর: উত্তরায় ভবনে আগুন, ৩ জন নিহত
অপরাধ ও দুর্নীতি: জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি, তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার